বিনোদন ডেস্ক
মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন লতা মঙ্গেশকর। পাঁচ ভাইবোনকে পিতৃস্নেহে আগলে বড় করেছেন তিনি। রোববার এই কিংবদন্তির মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন বিশ্ব সংগীতাঙ্গন। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনেরা।
রোববার শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির ছিলেন শোকস্তব্ধ আশা ভোঁসলে। বোন হারিয়ে ভীষণ মন খারাপ তাঁর। বাড়ি ফিরে তাই গভীর রাতে লতার সঙ্গে শৈশবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লেখেন, ‘দিদি আর আমি, আমাদের ছেলেবেলাটা কত দুর্দান্ত ছিল’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। এই ছবিতে লাইক, কমেন্টের বন্যা। এই পোস্টের কমেন্ট বক্সে তারকাদের মন্তব্যেরও ছড়াছড়ি। শেষ সময়ে দিদির পাশেই ছিলেন আশা। হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে শিবাজি পার্ক, সেখান থেকে শ্মশান। আশা ছিলেন বোনের ঠিক পাশে।
দুই বোনের কত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই যেমন এক ছবিতে দেখা যায়—দুই বোন, সাজিয়ে দিচ্ছে একে অন্যকে। ‘মন কিউঁ বেহকা রে বেহকা আধি রাত কো...’র সুরে দুই বোনের কণ্ঠ পর্দায় মায়াবী করে তুলছে এক রাতের দৃশ্য। লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গানটি নিশ্চয়ই ভোলেননি কেউ। একসঙ্গে খুব বেশিবার কণ্ঠ মেলাননি তাঁরা। দুজনের যাত্রাপথও স্বতন্ত্র। তাঁদের ‘রেষারেষি’ নিয়ে আলোচনা কিংবা বিতর্কও কম নেই। তবু, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা দুই শিল্পী এই দুই বোন।
ভাইবোনদের ব্যাপারে বেশ রক্ষণশীল ছিলেন লতা। তাই হয়তো মেনে নিতে পারেননি বোন আশার মাত্র ১৬ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত। আশার সেই সিদ্ধান্তই নাকি তাঁর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করেছিল মঙ্গেশকর পরিবারের। হিন্দি প্লেব্যাকে সুরাইয়া-শমসাদ বেগম-পরবর্তী সময়ে যেমন নিজের রাজকীয় জায়গা তৈরি করে নিয়েছিলেন লতা, অন্য দিকে স্বকীয়তায় গীতা দত্তের শূন্যস্থান পূরণ করছিলেন আশা। ও পি নাইয়ার, আর ডি বর্মনের হাত ধরে বৈচিত্র্যের যে নিজস্ব ‘ঘরানা’ তৈরি করলেন আশা, তা নিয়ে গর্বিত ছিলেন তাঁর দিদি।
মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন লতা মঙ্গেশকর। পাঁচ ভাইবোনকে পিতৃস্নেহে আগলে বড় করেছেন তিনি। রোববার এই কিংবদন্তির মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন বিশ্ব সংগীতাঙ্গন। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনেরা।
রোববার শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির ছিলেন শোকস্তব্ধ আশা ভোঁসলে। বোন হারিয়ে ভীষণ মন খারাপ তাঁর। বাড়ি ফিরে তাই গভীর রাতে লতার সঙ্গে শৈশবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লেখেন, ‘দিদি আর আমি, আমাদের ছেলেবেলাটা কত দুর্দান্ত ছিল’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। এই ছবিতে লাইক, কমেন্টের বন্যা। এই পোস্টের কমেন্ট বক্সে তারকাদের মন্তব্যেরও ছড়াছড়ি। শেষ সময়ে দিদির পাশেই ছিলেন আশা। হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে শিবাজি পার্ক, সেখান থেকে শ্মশান। আশা ছিলেন বোনের ঠিক পাশে।
দুই বোনের কত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই যেমন এক ছবিতে দেখা যায়—দুই বোন, সাজিয়ে দিচ্ছে একে অন্যকে। ‘মন কিউঁ বেহকা রে বেহকা আধি রাত কো...’র সুরে দুই বোনের কণ্ঠ পর্দায় মায়াবী করে তুলছে এক রাতের দৃশ্য। লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গানটি নিশ্চয়ই ভোলেননি কেউ। একসঙ্গে খুব বেশিবার কণ্ঠ মেলাননি তাঁরা। দুজনের যাত্রাপথও স্বতন্ত্র। তাঁদের ‘রেষারেষি’ নিয়ে আলোচনা কিংবা বিতর্কও কম নেই। তবু, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা দুই শিল্পী এই দুই বোন।
ভাইবোনদের ব্যাপারে বেশ রক্ষণশীল ছিলেন লতা। তাই হয়তো মেনে নিতে পারেননি বোন আশার মাত্র ১৬ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত। আশার সেই সিদ্ধান্তই নাকি তাঁর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করেছিল মঙ্গেশকর পরিবারের। হিন্দি প্লেব্যাকে সুরাইয়া-শমসাদ বেগম-পরবর্তী সময়ে যেমন নিজের রাজকীয় জায়গা তৈরি করে নিয়েছিলেন লতা, অন্য দিকে স্বকীয়তায় গীতা দত্তের শূন্যস্থান পূরণ করছিলেন আশা। ও পি নাইয়ার, আর ডি বর্মনের হাত ধরে বৈচিত্র্যের যে নিজস্ব ‘ঘরানা’ তৈরি করলেন আশা, তা নিয়ে গর্বিত ছিলেন তাঁর দিদি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে