মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
দীর্ঘদিন বিদেশ থেকে আমদানি করা হতো চিংড়ি পোনার খাদ্য মাইক্রোএলজি। ছিল ভোগান্তি। এখন এ খাদ্য দেশেই উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। শুধু তাই নয়, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারি প্রতিষ্ঠানকে বিনা মূল্যে এ খাদ্য সরবরাহ করবে বিএফআরআই। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের সুনীল অর্থনীতি ত্বরান্বিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানীরা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে কক্সবাজারের চিংড়ি হ্যাচারির সংশ্লিষ্টদের নিয়ে ‘চিংড়ি হ্যাচারিতে ব্যবহৃত মাইক্রোএলজি চাষ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চিংড়ি হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (শেব) সভাপতি ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
আলোচনায় অংশ নেন বিএফআরআইয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, জাকিয়া হাসান, শাহিনুর জাহিদুল হাসান ও আহমেদ ফজলে রাব্বি প্রমুখ।
বিজ্ঞানীদের গবেষণায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত দেশীয় জাতের একটি মাইক্রোএলজি অধিক পুষ্টিগুণসম্পন্ন বলে প্রমাণিত হয়েছে।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, চিংড়ির পোনা বা লার্ভি চাষে বহুল ব্যবহৃত মাইক্রোএলজি নিয়ে বিএফআরআইয়ের বিজ্ঞানীরা ২০১৭ সালে গবেষণা শুরু করে। মাইক্রোএলজি একটি ফাইটো প্লাংকটন বা ক্ষুদ্র উদ্ভিজ্জ অণুজীব। ২০১৮ সালে প্রথমবারের মতো স্কেলেটোনেমা কস্টাটুম নামের এক প্রকার মাইক্রোএলজি পৃথককরণে সাফল্য পান তাঁরা।
ড. শফিকুর রহমান জানান, কয়েক বছরের নিবিড় গবেষণার পর বিজ্ঞানীরা ওই মাইক্রোএলজির বিশাল মজুত গড়ে তুলেছেন কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে। এখান থেকে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো বিনা মূল্যে এই জীবন্ত খাবারটি নিয়ে যেতে পারবেন।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উপপরিচালক জাকিয়া হাসান বলেন, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারিগুলোতে দীর্ঘদিন আমেরিকা, থাইল্যান্ড ও ভারত থেকে এ খাদ্যটি আমদানি করা হতো। মাত্র ৫-১০ মিলিলিটার মাইক্রোএলজির দাম পড়ত ২০ থেকে ২৫ হাজার টাকা।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, দেশীয় জাতের মাইক্রোএলজির ব্যাকটেরিয়াল দূষণ নেই। তাই উৎপাদনকারী হ্যাচারি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। দেশীয় মাইক্রোএলজি চাষের জন্য সরাসরি উৎস (কক্সবাজার উপকূল) থেকে সংগৃহীত পানি ব্যবহার করায় এর বৃদ্ধির হারও বেশি।
দীর্ঘদিন বিদেশ থেকে আমদানি করা হতো চিংড়ি পোনার খাদ্য মাইক্রোএলজি। ছিল ভোগান্তি। এখন এ খাদ্য দেশেই উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। শুধু তাই নয়, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারি প্রতিষ্ঠানকে বিনা মূল্যে এ খাদ্য সরবরাহ করবে বিএফআরআই। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের সুনীল অর্থনীতি ত্বরান্বিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানীরা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে কক্সবাজারের চিংড়ি হ্যাচারির সংশ্লিষ্টদের নিয়ে ‘চিংড়ি হ্যাচারিতে ব্যবহৃত মাইক্রোএলজি চাষ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চিংড়ি হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (শেব) সভাপতি ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
আলোচনায় অংশ নেন বিএফআরআইয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, জাকিয়া হাসান, শাহিনুর জাহিদুল হাসান ও আহমেদ ফজলে রাব্বি প্রমুখ।
বিজ্ঞানীদের গবেষণায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত দেশীয় জাতের একটি মাইক্রোএলজি অধিক পুষ্টিগুণসম্পন্ন বলে প্রমাণিত হয়েছে।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, চিংড়ির পোনা বা লার্ভি চাষে বহুল ব্যবহৃত মাইক্রোএলজি নিয়ে বিএফআরআইয়ের বিজ্ঞানীরা ২০১৭ সালে গবেষণা শুরু করে। মাইক্রোএলজি একটি ফাইটো প্লাংকটন বা ক্ষুদ্র উদ্ভিজ্জ অণুজীব। ২০১৮ সালে প্রথমবারের মতো স্কেলেটোনেমা কস্টাটুম নামের এক প্রকার মাইক্রোএলজি পৃথককরণে সাফল্য পান তাঁরা।
ড. শফিকুর রহমান জানান, কয়েক বছরের নিবিড় গবেষণার পর বিজ্ঞানীরা ওই মাইক্রোএলজির বিশাল মজুত গড়ে তুলেছেন কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে। এখান থেকে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো বিনা মূল্যে এই জীবন্ত খাবারটি নিয়ে যেতে পারবেন।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উপপরিচালক জাকিয়া হাসান বলেন, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারিগুলোতে দীর্ঘদিন আমেরিকা, থাইল্যান্ড ও ভারত থেকে এ খাদ্যটি আমদানি করা হতো। মাত্র ৫-১০ মিলিলিটার মাইক্রোএলজির দাম পড়ত ২০ থেকে ২৫ হাজার টাকা।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, দেশীয় জাতের মাইক্রোএলজির ব্যাকটেরিয়াল দূষণ নেই। তাই উৎপাদনকারী হ্যাচারি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। দেশীয় মাইক্রোএলজি চাষের জন্য সরাসরি উৎস (কক্সবাজার উপকূল) থেকে সংগৃহীত পানি ব্যবহার করায় এর বৃদ্ধির হারও বেশি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে