উবায়দুল্লাহ বাদল, ঢাকা
সরকারের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা ও তাঁদের পরিবারের বিপুল সম্পদের তথ্য জানাজানির পর তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবার কারও বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অঢেল সম্পদ অর্জনের ইস্যু সামনে আসায় বিব্রত সরকারের শীর্ষমহল। আলোচনা হচ্ছে জাতীয় সংসদ ও মন্ত্রিসভার বৈঠকেও। ক্ষুব্ধ সরকারদলীয় সাংসদেরাও বলছেন, সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে।
এমন পরিস্থিতিতে অনিয়ম-দুর্নীতি রোধে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা তথা প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা হবে।
একাধিক সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, আজকের সভায় তা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা। সচিবদের এমনও সাফ জানিয়ে দেওয়া হতে পারে যে যাঁর যাঁর মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ দপ্তর ও সংস্থার দুর্নীতির দায় তাঁকেই নিতে হবে।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব প্রায় অভিন্ন ভাষায় জানান, এ মুহূর্তে প্রধান ইস্যু হলো সরকারি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একাধিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়লেও কাউকে ছাড় দেওয়া হবে না। গত সচিব সভায়ও তিনি বলেছেন, দুর্নীতি দমনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) নয়। প্রতিটি মন্ত্রণালয় ও সচিবদেরও দায়িত্ব আছে। দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকেও নিতে হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর মনোভাব সচিবদের আজ আবার জানিয়ে দেওয়া হতে পারে।
এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়ায় সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা না-রাখার বিষয়ে কর্মচারীরা বিভক্ত। কেউ বলছেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার পর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে কেন? আবার কেউ বলছেন, দিলে সমস্যা কোথায়? এ বিষয়টি নিয়েও আজকের সভায় আলোচনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র সচিব গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বের হলে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক সম্পর্কে মন্ত্রিসভার এক সদস্য জানান, সরকার দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। প্রধানমন্ত্রী বলেছেন, ‘দুর্নীতির এসব ঘটনায় যারা জড়িত, কাউকে ছাড় দেব না।’ তবে কারও নাম বলেননি প্রধানমন্ত্রী।
সরকারের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা ও তাঁদের পরিবারের বিপুল সম্পদের তথ্য জানাজানির পর তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবার কারও বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অঢেল সম্পদ অর্জনের ইস্যু সামনে আসায় বিব্রত সরকারের শীর্ষমহল। আলোচনা হচ্ছে জাতীয় সংসদ ও মন্ত্রিসভার বৈঠকেও। ক্ষুব্ধ সরকারদলীয় সাংসদেরাও বলছেন, সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে।
এমন পরিস্থিতিতে অনিয়ম-দুর্নীতি রোধে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা তথা প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা হবে।
একাধিক সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, আজকের সভায় তা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা। সচিবদের এমনও সাফ জানিয়ে দেওয়া হতে পারে যে যাঁর যাঁর মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ দপ্তর ও সংস্থার দুর্নীতির দায় তাঁকেই নিতে হবে।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক সচিব প্রায় অভিন্ন ভাষায় জানান, এ মুহূর্তে প্রধান ইস্যু হলো সরকারি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একাধিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়লেও কাউকে ছাড় দেওয়া হবে না। গত সচিব সভায়ও তিনি বলেছেন, দুর্নীতি দমনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) নয়। প্রতিটি মন্ত্রণালয় ও সচিবদেরও দায়িত্ব আছে। দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকেও নিতে হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর মনোভাব সচিবদের আজ আবার জানিয়ে দেওয়া হতে পারে।
এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়ায় সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা না-রাখার বিষয়ে কর্মচারীরা বিভক্ত। কেউ বলছেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার পর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে কেন? আবার কেউ বলছেন, দিলে সমস্যা কোথায়? এ বিষয়টি নিয়েও আজকের সভায় আলোচনা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র সচিব গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বের হলে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক সম্পর্কে মন্ত্রিসভার এক সদস্য জানান, সরকার দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। প্রধানমন্ত্রী বলেছেন, ‘দুর্নীতির এসব ঘটনায় যারা জড়িত, কাউকে ছাড় দেব না।’ তবে কারও নাম বলেননি প্রধানমন্ত্রী।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে