বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামমাত্র কাজ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নয়জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে উপজেলা শিক্ষা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু না হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। পরিচালনা কমিটির সঙ্গে ঝামেলার কারণে এমন অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যালয়ে একটি আধা পাকা শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক ফাহিমা আকতার সেই টাকা নিজের কাছে রেখে দেন। দুই বছর পর সহকারী শিক্ষক আব্দুল করিমের মাধ্যমে নামমাত্র নির্মাণসামগ্রী দিয়ে শ্রেণিকক্ষ নির্মাণ করেন। যেখানে ৬০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি। এ ছাড়া চলতি অর্থবছরে শিক্ষা উপকরণের জন্য ৭০ হাজার এবং প্রাক্-প্রাথমিক কর্মসূচির শিক্ষা উপকরণ কেনার ১০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কোনো শিক্ষা উপকরণ না কিনে পুরো টাকা আত্মসাৎ করেন। ম্যানেজিং কমিটির একাধিক সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধান শিক্ষক বরাদ্দ করা টাকার হিসাব না বুঝিয়ে এড়িয়ে চলেন। এ কারণে পরিচালনা কমিটির সভাপতি ছাড়া আরও আটজন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফাহিমা আকতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তাঁর ফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমিন বলেন, কমিটির সদস্যদের পাশ কাটিয়ে প্রধান শিক্ষক তাঁর সহকারী শিক্ষক আব্দুল করিমকে দায়িত্ব দেন। কিন্তু তিনি শ্রেণিকক্ষ নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন। যেখানে ৬০ হাজারের বেশি টাকা খরচ করা হয়নি। এ ছাড়া শিক্ষা উপকরণ কেনার ৮০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও বই বিতরণের অজুহাত দেখিয়ে তদন্ত করছেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, বই বিতরণসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অভিযোগটি তদন্ত করা হয়নি। তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। সভাপতির সঙ্গে প্রধান শিক্ষকের ঝামেলা আছে, সে কারণে অভিযোগ করেছেন।
বগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামমাত্র কাজ করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৮ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নয়জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নামে উপজেলা শিক্ষা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু না হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। পরিচালনা কমিটির সঙ্গে ঝামেলার কারণে এমন অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যালয়ে একটি আধা পাকা শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক ফাহিমা আকতার সেই টাকা নিজের কাছে রেখে দেন। দুই বছর পর সহকারী শিক্ষক আব্দুল করিমের মাধ্যমে নামমাত্র নির্মাণসামগ্রী দিয়ে শ্রেণিকক্ষ নির্মাণ করেন। যেখানে ৬০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি। এ ছাড়া চলতি অর্থবছরে শিক্ষা উপকরণের জন্য ৭০ হাজার এবং প্রাক্-প্রাথমিক কর্মসূচির শিক্ষা উপকরণ কেনার ১০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কোনো শিক্ষা উপকরণ না কিনে পুরো টাকা আত্মসাৎ করেন। ম্যানেজিং কমিটির একাধিক সভায় অর্থ আত্মসাতের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধান শিক্ষক বরাদ্দ করা টাকার হিসাব না বুঝিয়ে এড়িয়ে চলেন। এ কারণে পরিচালনা কমিটির সভাপতি ছাড়া আরও আটজন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফাহিমা আকতারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তাঁর ফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোমিন বলেন, কমিটির সদস্যদের পাশ কাটিয়ে প্রধান শিক্ষক তাঁর সহকারী শিক্ষক আব্দুল করিমকে দায়িত্ব দেন। কিন্তু তিনি শ্রেণিকক্ষ নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন। যেখানে ৬০ হাজারের বেশি টাকা খরচ করা হয়নি। এ ছাড়া শিক্ষা উপকরণ কেনার ৮০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও বই বিতরণের অজুহাত দেখিয়ে তদন্ত করছেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, বই বিতরণসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অভিযোগটি তদন্ত করা হয়নি। তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নয়। সভাপতির সঙ্গে প্রধান শিক্ষকের ঝামেলা আছে, সে কারণে অভিযোগ করেছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে