গঙ্গাচড়ায় ইউপি নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ০১

গঙ্গাচড়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন স্ত্রী।

ঘটনাটি ঘটেছে উপজেলার নোহালী ইউনিয়নে। এই ইউপিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙলের প্রার্থী হয়েছেন আশরাফ আলী। তাঁর স্ত্রী নাজনীন আক্তার একেই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইতিমধ্যে মনোনয়নপত্রের বৈধতাও দিয়েছেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা। ভোট প্রার্থনা করে স্বামী-স্ত্রী দুজনই নিজ নিজ প্রতীকে ভোট চাচ্ছেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে, একই পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করায় কাকে ভোট দেবেন তা ঠিক করতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটারেরা। বিষয়টি উপজেলার প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নোহালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামের বাসিন্দা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আশরাফ ও তাঁর বউ দুজনই ভোটে দাঁড়াইছে। মুই ভোট কাক (কাকে) দেইম এই নিয়া চিন্তায় পড়ছু। আশরাফের বউ যদি ভোট থাকি সরি না আইসে তা হইলে নৌকা মার্কাতেই ভোট দেইম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত