প্রচার শেষ, কাল ভোট

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০: ২২
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ৫২

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রার্থী ও ভোটারেরা এখন নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরের ১০ ইউনিয়নের ১০৫টি ভোটকেন্দ্রে ৫৭১টি কক্ষে এ নির্বাচন হবে। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ২৭০ জন ও মহিলা ৯২ হাজার ৬৮৮ জন। ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৭১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ১৪২ জন পোলিং কর্মকর্তা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এ ছাড়া র‍্যাবের ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স, বিজিবির ২টি মোবাইল টিম,১টি স্ট্রাইকিং ফোর্স ও ৫২৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, এ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৪৭৪ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য ৭৯ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৩৪৫ জন।

এর মধ্যে ১ নম্বর বিষ্ণুপুর ইউপিতে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য ৬ জন মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

একইভাবে ২ নম্বর আশিকাটি ইউপিতে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৪ নম্বর শাহমাহমুদপুর ইউপিতে মোট ৫১ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া ৫ নম্বর রামুপুর ইউপিতে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৬ নম্বর মৈশাদী ইউপিতে ৪৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে ৭ নম্বর তরপুরচন্ডী ইউপিতে ২৮ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, সাধারণ সদস্য ১৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৮ নম্বর বাগাদী ইউপিতে ৪৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আবার ৯ নম্বর বালিয়া ইউপিতে ৩৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, সাধারণ সদস্য ১৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১২ নম্বর চান্দ্রা ইউপিতে ৪৮ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

একইভাবে ১৩ নম্বর হানারচর ইউপিতে ৩২ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সাধারণ সদস্য ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত