আলী আকবর সাজু, ভালুকা
কয়েক দিন পরই আমন খেতে শোভা পাবে সোনালি ধান। তবে তার আগেই পোকার আক্রমণে নষ্ট হতে শুরু করেছে কৃষকের স্বপ্ন। খেতে পাতা মোড়া ও বিএলবির আক্রমণে আমন ধান গাছ মরে লালচে বিবর্ণ রং ধারণ করছে। এতে দুশ্চিন্তায় ভুগছেন কৃষকেরা। ভালুকা উপজেলার হবিরবাড়ী ডাকাতিয়া, উথুরা, মেদুয়ারী, ধীতপুর, ভরাডোবা ইউনিয়নে এ পোকার আক্রমণ শুরু হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় এ বছর আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৮০০ হেক্টর জমিতে। শুরুর দিকে আমন খেতের অবস্থা ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছিলেন কৃষকেরা।
সোনাখালী গ্রামের কৃষক আহাম্মদ আলীর দুই কাঠা জমির ধান পোকার আক্রমণে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, তিনি ১১ কাঠা জমিতে রঞ্জিত জাতের আমন রোপণ করেন। তাঁর খেতে ধান গাছের গোড়ায় ছোট পোকায় আক্রান্ত হয়েছে।
এই কৃষক বলেন, ছোট ছোট সাদা পোকা ধান গাছের গোড়ার রস চুষে খায়। এতে গাছ মরে পাতা হলদে আকার ধারণ করে। কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাকে না পেয়ে তিনি বাজারের ডিলারের পরামর্শে কীটনাশক কিনে ধান খেতে স্প্রে করেছেন। তাঁর ১১ কাঠা জমিতে প্রায় ১০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন পোকার আক্রমণে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এসব দমন করতে না পারলে তিনি ঘরে ধান তুলতে পারবেন না বলে জানিয়েছেন।
একই এলাকার পান্না আলীর চার কাঠা জমির ধান পোকার আক্রমণের শিকার। তিনিও ডিলারের কাছ থেকে কীটনাশক এনে খেতে ছিটিয়েছেন। আরেক কৃষক আব্দুস সাত্তারের ১০ কাঠা জমিতে পোকায় আক্রমণ করেছে। তিনি কীটনাশক কিনে স্প্রে করে পোকা দমনের চেষ্টা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ জানান, তাঁর ব্লকের ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর, আঙ্গারগাড়া, ডাকাতিয়া হিজলিপাড়া গ্রামে বিএলবি ও পাতা মোড়া রোগে আমন ধান আক্রান্ত হয়েছে। পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেমিন জাহান বলেন, দিনে প্রখর রোদ, রাতে ঠাণ্ডা-বৈরী আবহাওয়ায় এসব পোকার উপদ্রব হতে পারে। উপজেলায় ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা থাকলেও রয়েছে ২১ জন। লোকবল কম হওয়ায় সব এলাকায় খোঁজ নেওয়া সম্ভব হয় না। তবে কৃষকদের পরামর্শ দিয়ে ও পোকার আক্রমণ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
কয়েক দিন পরই আমন খেতে শোভা পাবে সোনালি ধান। তবে তার আগেই পোকার আক্রমণে নষ্ট হতে শুরু করেছে কৃষকের স্বপ্ন। খেতে পাতা মোড়া ও বিএলবির আক্রমণে আমন ধান গাছ মরে লালচে বিবর্ণ রং ধারণ করছে। এতে দুশ্চিন্তায় ভুগছেন কৃষকেরা। ভালুকা উপজেলার হবিরবাড়ী ডাকাতিয়া, উথুরা, মেদুয়ারী, ধীতপুর, ভরাডোবা ইউনিয়নে এ পোকার আক্রমণ শুরু হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় এ বছর আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৮০০ হেক্টর জমিতে। শুরুর দিকে আমন খেতের অবস্থা ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছিলেন কৃষকেরা।
সোনাখালী গ্রামের কৃষক আহাম্মদ আলীর দুই কাঠা জমির ধান পোকার আক্রমণে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একই গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, তিনি ১১ কাঠা জমিতে রঞ্জিত জাতের আমন রোপণ করেন। তাঁর খেতে ধান গাছের গোড়ায় ছোট পোকায় আক্রান্ত হয়েছে।
এই কৃষক বলেন, ছোট ছোট সাদা পোকা ধান গাছের গোড়ার রস চুষে খায়। এতে গাছ মরে পাতা হলদে আকার ধারণ করে। কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাকে না পেয়ে তিনি বাজারের ডিলারের পরামর্শে কীটনাশক কিনে ধান খেতে স্প্রে করেছেন। তাঁর ১১ কাঠা জমিতে প্রায় ১০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন পোকার আক্রমণে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এসব দমন করতে না পারলে তিনি ঘরে ধান তুলতে পারবেন না বলে জানিয়েছেন।
একই এলাকার পান্না আলীর চার কাঠা জমির ধান পোকার আক্রমণের শিকার। তিনিও ডিলারের কাছ থেকে কীটনাশক এনে খেতে ছিটিয়েছেন। আরেক কৃষক আব্দুস সাত্তারের ১০ কাঠা জমিতে পোকায় আক্রমণ করেছে। তিনি কীটনাশক কিনে স্প্রে করে পোকা দমনের চেষ্টা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ জানান, তাঁর ব্লকের ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর, আঙ্গারগাড়া, ডাকাতিয়া হিজলিপাড়া গ্রামে বিএলবি ও পাতা মোড়া রোগে আমন ধান আক্রান্ত হয়েছে। পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেমিন জাহান বলেন, দিনে প্রখর রোদ, রাতে ঠাণ্ডা-বৈরী আবহাওয়ায় এসব পোকার উপদ্রব হতে পারে। উপজেলায় ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা থাকলেও রয়েছে ২১ জন। লোকবল কম হওয়ায় সব এলাকায় খোঁজ নেওয়া সম্ভব হয় না। তবে কৃষকদের পরামর্শ দিয়ে ও পোকার আক্রমণ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে