এক অজু দিয়ে একাধিক নামাজ পড়া যাবে?

অনলাইন ডেস্ক
Thumbnail image

এক অজু দিয়ে কি একাধিক নামাজ আদায় করা জায়েজ?
উমায়ের হান্নান, কুমিল্লা

অজু থাকলেও প্রতি নামাজের জন্য আলাদা অজু করা উত্তম। এটি মহানবী (সা.)-এর সুন্নত। তবে সাহাবায়ে কেরামের অনেকেই এক অজু দিয়ে একাধিক নামাজ আদায় করেছেন এবং মহানবী (সা.) তাতে সম্মতি দিয়েছেন। ফলে এক অজু নিয়ে একাধিক নামাজ আদায় করাও জায়েজ। মক্কা বিজয়ের দিন মহানবী (সা.) এক অজু দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন।

আনাস ইবন মালিক (রা.) বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্ত নামাজের সময় নতুন করে অজু করতেন।’ তিনি আরও বলেন, ‘তবে আমাদের অজু নষ্ট না হলে একই অজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে নিই।’ (তিরমিজি)

রাসুলুল্লাহ (সা.)-এর এক অজু দিয়ে দিনের সব নামাজ আদায় করার কথা হাদিসে এসেছে। সুলাইমান ইবনে বুরাইদা (রা.) থেকে তাঁর বাবার সূত্রে বর্ণিত, বুরাইদা বলেন, ‘নবী (সা.) প্রতি ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে অজু করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই অজু দিয়ে সব ওয়াক্তের নামাজ আদায় করলেন এবং মোজার ওপর মাসাহ করলেন। ওমর (রা.) 
বলেন, আপনি এমন একটি কাজ করলেন, যা এর আগে কখনো করেননি। রাসুল (সা.) বলেন, আমি ইচ্ছা করেই (উম্মতের সুবিধার জন্য) এটা করলাম।’ (তিরমিজি)

ভ্রমণকালীন নামাজের কাজা আদায়ের বিধান

প্রশ্ন: কয়েক দিন আগে আমি ঢাকা থেকে কক্সবাজার যাই। আসা-যাওয়ার পথে আমার কয়েক রাকাত নামাজ কাজা হয়ে যায়। এখন আমি সেই নামাজ কি সফরের নিয়মে পড়ব, না স্বাভাবিক নিয়মে? 
কাজী হাসান, ঢাকা

৭৮ কিলোমিটার দূরে ভ্রমণের নিয়তে বের হলে নিজের শহর থেকে বের হওয়ার পর থেকে আপনি মুসাফির। তাই পথের নামাজগুলো সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, চার রাকাতের ফরজ নামাজগুলো আপনাকে দুই রাকাতই আদায় করতে হবে। এ সময় চার রাকাতের কোনো ফরজ নামাজ কাজা হয়ে গেলে বাড়িতে এসে তা সফরের নিয়মেই আদায় করতে হবে। অর্থাৎ, ৪ রাকাত নামাজের কাজা দুই রাকাতই আদায় করতে হবে। কারণ সফর অবস্থায় আপনার জন্য দুই রাকাতই ফরজ হয়েছিল। আর কাজা নামাজ সেই সময়ের নিয়মেই আদায় করতে হবে, যেই সময়ে নামাজটি আপনার জন্য ফরজ ছিল। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)

সূত্র: তাবয়িনুল হাকায়েক: ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৫২৩; হালবাতুল মুজাল্লি: ২/৫১৬। 

উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত