বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশের হলগুলোতে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি ৭ জুলাই থেকে সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি হলে।
সেখানে প্রিয়তমা পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব গতকাল জানিয়েছেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির প্রথম তিন দিনে প্রিয়তমা আয় করেছে ৪৪ হাজার ডলার, যা উত্তর আমেরিকার বক্স অফিসে কোনো বাংলাদেশি সিনেমার চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।
অলিউল্লাহ সজীব বলেন, ‘এখন হলিউড সিনেমার পিক মৌসুম হওয়ায় প্রিয়তমা কানাডা ও আমেরিকার মাত্র ৪২টি হলে মুক্তির সুযোগ পেয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জয় রাইড’, ‘মিশন ইম্পসিবল’ সিনেমাগুলোর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এ মুহূর্তে পর্যাপ্ত থিয়েটার দিতে পারছে না। তারপরও প্রথম তিন দিনে প্রিয়তমা ৪৪ হাজার ডলার গ্রস করেছে।
আশাজাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তি পেয়েছে, সবখানেই দারুণ পারফর্ম করছে সিনেমাটি। আন্তর্জাতিক চেইন থিয়েটারগুলো বাংলাদেশের সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত।’
অলিউল্লাহ সজীব আরও বলেন, ‘সবচেয়ে ভালো খবর হচ্ছে, সব হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা। হলিউড সিনেমার প্রবল দাপটের মাঝে শুধু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করলেই জায়গা ধরে রাখা যায় থিয়েটারগুলোতে। প্রিয়তমা সেটা করতে পেরেছে বলেই দ্বিতীয় সপ্তাহেও টিকে থাকতে পারছে।’
দেশের হলে আজ দ্বিতীয় সপ্তাহ পূর্ণ করছে প্রিয়তমা। গত ২৯ জুন দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশের হলগুলোতে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি ৭ জুলাই থেকে সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি হলে।
সেখানে প্রিয়তমা পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব গতকাল জানিয়েছেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির প্রথম তিন দিনে প্রিয়তমা আয় করেছে ৪৪ হাজার ডলার, যা উত্তর আমেরিকার বক্স অফিসে কোনো বাংলাদেশি সিনেমার চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।
অলিউল্লাহ সজীব বলেন, ‘এখন হলিউড সিনেমার পিক মৌসুম হওয়ায় প্রিয়তমা কানাডা ও আমেরিকার মাত্র ৪২টি হলে মুক্তির সুযোগ পেয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জয় রাইড’, ‘মিশন ইম্পসিবল’ সিনেমাগুলোর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এ মুহূর্তে পর্যাপ্ত থিয়েটার দিতে পারছে না। তারপরও প্রথম তিন দিনে প্রিয়তমা ৪৪ হাজার ডলার গ্রস করেছে।
আশাজাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি গুরুত্বপূর্ণ জায়গায় মুক্তি পেয়েছে, সবখানেই দারুণ পারফর্ম করছে সিনেমাটি। আন্তর্জাতিক চেইন থিয়েটারগুলো বাংলাদেশের সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত।’
অলিউল্লাহ সজীব আরও বলেন, ‘সবচেয়ে ভালো খবর হচ্ছে, সব হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা। হলিউড সিনেমার প্রবল দাপটের মাঝে শুধু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করলেই জায়গা ধরে রাখা যায় থিয়েটারগুলোতে। প্রিয়তমা সেটা করতে পেরেছে বলেই দ্বিতীয় সপ্তাহেও টিকে থাকতে পারছে।’
দেশের হলে আজ দ্বিতীয় সপ্তাহ পূর্ণ করছে প্রিয়তমা। গত ২৯ জুন দেশের ১০৫টি হলে মুক্তি পেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে আরও ৪টি হল বেড়েছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে