আজকের পত্রিকা ডেস্ক
টানা ভারী বৃষ্টিতে বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। আটকে পড়া পানিতে ১০ হাজারের বেশি মাছের ঘের ও আড়াই হাজারের বেশি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া মাদারীপুর শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
টানা বৃষ্টিতে মেহেরপুরে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। গতকাল মঙ্গলবার আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাট: বাগেরহাটে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে ঘেরের মাছ। অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে খাল-নদী, মাঠ ও মাছের ঘের। কোনো কোনো চাষি আবার নেট নিয়ে শেষ রক্ষার চেষ্টা করছেন। গত শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে অন্তত ৭ হাজার ঘের ভেসে গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এতে চাষিদের কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে। চিংড়ি সেক্টরকে টিকিয়ে রাখতে চাষিদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
ফকিরহাট উপজেলার প্রায় ৯০ শতাংশ মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে চিংড়ি ও সাদা মাছ ভেসে যাওয়ার পাশাপাশি সবজিখেত ও বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুষ্টিয়া: নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, খামারিসহ নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের ফসল। ভেসে গেছে পুকুর। ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা। সোমবার দুপুরে উপজেলার যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কুমারখালী পৌর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় টানা চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামের মাষকলাই ও ধানের মাঠ। ঝোড়ো হাওয়ায় পড়ে গেছে অনেকের মরিচ ও ভেঙে গেছে কলাগাছ। চাষিরা বলছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন চার দিনের টানা বৃষ্টিতে ফসল ব্যাপক আক্রান্ত হয়েছে আর কী পরিমাণ ক্ষতি হবে, তা পরে জানা যাবে।
স্থানীয় লোকজন জানান, ৪ দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কলাইয়ের মাঠ পুরো পানির নিচে ডুবে গেছে, ডুবেছে ধানসহ বিভিন্ন ফসল। মাষকলাইয়ের পাশাপাশি ধান নিয়ে খুব শঙ্কায় রয়েছেন চাষিরা। রুপা আমন ধানের ক্ষতি বাড়বে আর কলাই তো হবেই না। এ ছাড়া হেলে পড়েছে মরিচগাছ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেরাইল-দেবীপুর, চরকল্যাণপুর, ঝোড়াঘাট, ভরাটের মাঠসহ বিভিন্ন মাঠের ফসল পানির নিচে তলিয়ে গেছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, চার দিনের বৃষ্টিতে অনেক মাঠের ফসল ডুবে গেছে। কৃষি অফিস থেকে জরিপ করা হয়েছে। মাঠের ফসল ব্যাপক আক্রান্ত হয়েছে। আর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা পরে
জানা যাবে।
মাদারীপুর: মাদারীপুর শহরের শতাধিক পরিবার তিন দিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। পানি নামতে না পারায় অনেক সড়কে এখনো পানি জমে আছে। ফলে শহরের অনেক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে। অপরিকল্পিত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের খাদ্য অফিসের মোড়, সুমন হোটেল এলাকা, নিরাময় হাসপাতাল রোড, কালীবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাদামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়া, পানিছত্র, থানতলী, গোলাবাড়ি, শকুনি, টিভি হাসপাতাল এলাকা, পুরানবাজার, নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ঘরবাড়িতে পানি উঠেছে। এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে।
কেশবপুর: যশোরের কেশবপুরে বন্যায় ৩ হাজার ৬৪০টি মাছের ঘের ও ২ হাজার ৪২০টি পুকুর ভেসে গেছে। এ ছাড়া ৩ হাজার ১৭৩ হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছচাষিদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, বন্যার পানিতে কেশবপুরে প্রায় ৩ হাজার ৬৪০টি মাছের ঘের ও ২ হাজার ৪২০ পুকুর ভেসে গেছে। এতে মাছচাষিদের প্রায় ২ হাজার ১৫ টন মাছ ভেসে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খুবি: টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
টানা ভারী বৃষ্টিতে বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। আটকে পড়া পানিতে ১০ হাজারের বেশি মাছের ঘের ও আড়াই হাজারের বেশি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া মাদারীপুর শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
টানা বৃষ্টিতে মেহেরপুরে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। গতকাল মঙ্গলবার আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাট: বাগেরহাটে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে ঘেরের মাছ। অতিরিক্ত পানিতে একাকার হয়ে গেছে খাল-নদী, মাঠ ও মাছের ঘের। কোনো কোনো চাষি আবার নেট নিয়ে শেষ রক্ষার চেষ্টা করছেন। গত শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে অন্তত ৭ হাজার ঘের ভেসে গেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এতে চাষিদের কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে। চিংড়ি সেক্টরকে টিকিয়ে রাখতে চাষিদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
ফকিরহাট উপজেলার প্রায় ৯০ শতাংশ মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে চিংড়ি ও সাদা মাছ ভেসে যাওয়ার পাশাপাশি সবজিখেত ও বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুষ্টিয়া: নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, খামারিসহ নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের ফসল। ভেসে গেছে পুকুর। ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা। সোমবার দুপুরে উপজেলার যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কুমারখালী পৌর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলায় টানা চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামের মাষকলাই ও ধানের মাঠ। ঝোড়ো হাওয়ায় পড়ে গেছে অনেকের মরিচ ও ভেঙে গেছে কলাগাছ। চাষিরা বলছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন চার দিনের টানা বৃষ্টিতে ফসল ব্যাপক আক্রান্ত হয়েছে আর কী পরিমাণ ক্ষতি হবে, তা পরে জানা যাবে।
স্থানীয় লোকজন জানান, ৪ দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কলাইয়ের মাঠ পুরো পানির নিচে ডুবে গেছে, ডুবেছে ধানসহ বিভিন্ন ফসল। মাষকলাইয়ের পাশাপাশি ধান নিয়ে খুব শঙ্কায় রয়েছেন চাষিরা। রুপা আমন ধানের ক্ষতি বাড়বে আর কলাই তো হবেই না। এ ছাড়া হেলে পড়েছে মরিচগাছ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেরাইল-দেবীপুর, চরকল্যাণপুর, ঝোড়াঘাট, ভরাটের মাঠসহ বিভিন্ন মাঠের ফসল পানির নিচে তলিয়ে গেছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, চার দিনের বৃষ্টিতে অনেক মাঠের ফসল ডুবে গেছে। কৃষি অফিস থেকে জরিপ করা হয়েছে। মাঠের ফসল ব্যাপক আক্রান্ত হয়েছে। আর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা পরে
জানা যাবে।
মাদারীপুর: মাদারীপুর শহরের শতাধিক পরিবার তিন দিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। পানি নামতে না পারায় অনেক সড়কে এখনো পানি জমে আছে। ফলে শহরের অনেক মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে। অপরিকল্পিত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের খাদ্য অফিসের মোড়, সুমন হোটেল এলাকা, নিরাময় হাসপাতাল রোড, কালীবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাদামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরি রোড, তরমুগরিয়া, পানিছত্র, থানতলী, গোলাবাড়ি, শকুনি, টিভি হাসপাতাল এলাকা, পুরানবাজার, নতুন শহর, উকিলপাড়া, জেলা পরিষদ রোড, মিলন সিনেমা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা ও ঘরবাড়িতে পানি উঠেছে। এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে।
কেশবপুর: যশোরের কেশবপুরে বন্যায় ৩ হাজার ৬৪০টি মাছের ঘের ও ২ হাজার ৪২০টি পুকুর ভেসে গেছে। এ ছাড়া ৩ হাজার ১৭৩ হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছচাষিদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, বন্যার পানিতে কেশবপুরে প্রায় ৩ হাজার ৬৪০টি মাছের ঘের ও ২ হাজার ৪২০ পুকুর ভেসে গেছে। এতে মাছচাষিদের প্রায় ২ হাজার ১৫ টন মাছ ভেসে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খুবি: টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে