হোমনা প্রতিনিধি
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক-কর্মচারীসহ রোগীরা। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার এ অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার অভিযোগ করে বলেন, ‘আমরা শত চেষ্টা করেও দালালদের প্রতিরোধ করতে পারছি না। এ ছাড়া চিকিৎসকেরা রোগীদের ব্যবস্থাপত্রে ভালো ওষুধের নাম লিখে দিলেও সেসব বাদ দিয়ে বেশি লাভের জন্য দোকানিরা কৌশলে বাজে ওষুধ রোগীদের ধরিয়ে দিচ্ছেন।’ তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার প্রমুখ।
সভায় হোমনা বাজারের যানজট নিরসন, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।
এদিকে সভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত চন্দেরচর ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নেন।
অভিযোগের বিষয়ে ইউএনও রুমন দে বলেন, ‘রোগীদের স্বার্থে এ পর্যন্ত উপজেলা পরিষদ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। কোনোভাবেই কাউকে হাসপাতালের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’
এ সময় ইউএনও উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে ইউপি চেয়ারম্যানদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক-কর্মচারীসহ রোগীরা। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার এ অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাদলুল আজিম আবরার অভিযোগ করে বলেন, ‘আমরা শত চেষ্টা করেও দালালদের প্রতিরোধ করতে পারছি না। এ ছাড়া চিকিৎসকেরা রোগীদের ব্যবস্থাপত্রে ভালো ওষুধের নাম লিখে দিলেও সেসব বাদ দিয়ে বেশি লাভের জন্য দোকানিরা কৌশলে বাজে ওষুধ রোগীদের ধরিয়ে দিচ্ছেন।’ তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক সরকার প্রমুখ।
সভায় হোমনা বাজারের যানজট নিরসন, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।
এদিকে সভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত চন্দেরচর ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নেন।
অভিযোগের বিষয়ে ইউএনও রুমন দে বলেন, ‘রোগীদের স্বার্থে এ পর্যন্ত উপজেলা পরিষদ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। কোনোভাবেই কাউকে হাসপাতালের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।’
এ সময় ইউএনও উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে ইউপি চেয়ারম্যানদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে