Ajker Patrika

গণটিকা নিতে উপচে পড়া ভিড়

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১: ৫১
গণটিকা নিতে উপচে পড়া ভিড়

চৌগাছায় তিন দিনব্যাপী করোনার গণটিকাদানের শেষ দিন গতকাল বুধবার সব কেন্দ্র ছিল উপচে পড়া ভিড়। উপজেলার ৪ ইউনিয়নের ৪টি বুথ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গণটিকা দেওয়া হয়।

সরকারের ঘোষণা অনুযায়ী, সারা দেশে করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও উপজেলাটিতে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, তিন দিনের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা নিয়েছেন ১৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৪৯, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৯৪৭ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ হাজার ৫৬ ব্যক্তি।

সোমবার উপজেলার ৭ ইউনিয়নে এবং মঙ্গলবার উপজেলার ১১ ইউনিয়নের সবগুলোতে একটি করে ১১ বুথে গণটিকা দেওয়া হয়। অর্থাৎ প্রতিটি ইউনিয়নে পর পর দুই দিন করোনার গণটিকা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি বুথে টিকা দেওয়া হয়।

সূত্র জানায়, মাঝে কয়েক দিন কোভিশিল্ডের টিকা না থাকায় শুধু শেষ দিনে কোভিশিল্ডের টিকা দেওয়া হয়েছে। এ কারণে কিছুসংখ্যক ব্যক্তি দ্বিতীয় ডোজ টিকা নিতে এসেও ফিরে যাওয়ায় টিকাদানের হার কিছুটা কমেছে।

উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, উপজেলার এক লাখ ৯৩ হাজার ৯০০ জনের টিকা সম্পন্ন করতে হবে। উপজেলায় বুধবার পর্যন্ত মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন এক লাখ ৯২ হাজার ২৭৩ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৬৩ হাজার ৯৫৩ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ১০ হাজার ৭৬২ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘গত সোম, মঙ্গল ও বুধবার তিন দিনে আমরা ১৬ হাজার ৬৫২ ব্যক্তিকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা দিয়েছি। আজ (বুধবার) তৃতীয় দিনেও বিপুল পরিমাণ মানুষ টিকা নিয়েছেন।’

মোছা. লুৎফুন্নাহার আরও বলেন, ‘গণটিকা কার্যক্রম শেষ হলেও হাসপাতালে টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেওয়া অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত