Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে ঘেরে লবণপানিতে চিংড়ি চাষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪: ৩৫
নিষেধাজ্ঞা অমান্য করে ঘেরে লবণপানিতে চিংড়ি চাষ

পাইকগাছা পৌর এলাকায় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঘেরে লবণপানি তুলে চিংড়ি চাষের অভিযোগ উঠেছে। পৌর এলাকার বাসিন্দা খালেক নায়েব, শক্তি মণ্ডল ও মাহাফুজুর রহমান কিনুর বিরুদ্ধে ওয়াপদা বাঁধ ছিদ্র করে ঘেরে লবণপানি ঢোকানোর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পৌর সভার প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান রঞ্জু ও তৌয়বুর রহমান বলেন, ‘পাইকগাছা পৌর এলাকায় ঘেরের ভেতরে লবণপানি তুলে চিংড়ি চাষ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ নিয়ে স্থানীয় সাংসদ আক্তারুজ্জামান বাবুর নির্দেশনায় উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় রেজুলেশনের মাধ্যমে লবণ পানি তোলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েক দিন ধরে কয়েকজন ঘের ব্যবসায়ী রাতে ওয়াপদা ছিদ্র করে সরকারি গেটের খুলে পৌর এলাকার মধ্য লবণপানি ঠুকিয়ে চিংড়ি চাষ করছেন। এতে পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাটির ঘরবাড়ি নষ্ট হয়েছে।’

অভিযুক্ত মাহাফুজুর রহমান কিনু বলেন, ‘আমি পানি তুলিনি, কে পানি তুলেছে সেটাও আমি জানি না।’ আরেক অভিযুক্ত শক্তি মণ্ডল বলেন, ‘আমি পানি তোলার কল বন্ধ করে দিয়েছি। অন্য জায়গা থেকে আমার ঘেরে পানি এসেছে।’

পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে পানি তোলা বন্ধ করে দিয়ে অভিযুক্তদের ডাকা হয়েছে।’

পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘বেআইনিভাবে এলাকায় লবণ পানি ওঠানো যাবে না। যদি কেউ লবণপানি ওঠান তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত