বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের মেয়ে পিয়েতার বয়স আড়াই বছর। গুছিয়ে বাংলা বলে সে। তবে কাছাকাছি বয়সের আরও অনেক ছেলেমেয়ের দিকে তাকালে বাপ্পা দেখতে পান, তারা বাংলার চেয়ে ইংরেজিতেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য। বাংলা নিয়ে একধরনের উদাসীনতা কিংবা ভীতি কাজ করে তাদের মধ্যে। এ বিষয়ই ইদানীং ভাবাচ্ছে বাপ্পা মজুমদারকে। তিনি বলেন, ‘আমি বাংলায় গান গাই, বাংলায়ই কথা বলি। যুগের পর যুগ এই বাংলাকেই ধারণ করি বুকে। কালের পরিক্রমায় সবকিছুতেই অল্পবিস্তর পরিবর্তন আসবে, যা অনস্বীকার্য। কিন্তু বাংলা পরিবর্তিত না হয়ে বরং নতুন প্রজন্মের কাছে হারিয়েই যাবে? এ চিন্তা ক্রমেই ব্যস্ত করে তুলেছে আমাকে।’
এ ভাবনা থেকেই নতুন উদ্যোগ নিয়েছেন বাপ্পা। গানের পাশাপাশি নিজের ফেসবুক পেজে একটি আলোচনা অনুষ্ঠান শুরু করেছেন তিনি। আলোচনার বিষয়, নতুন প্রজন্মের বাংলাচর্চা। এটা নিয়ে দেশের স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি। জানবেন বাংলা ভাষার চর্চা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের মতামত। প্রথম পর্বে বাপ্পার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। বাপ্পা মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে কথা বলতে দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মুখোমুখি হবেন তিনি। জানবেন তাঁদের মতামত।
আমাদের সন্তানেরা যেভাবে বড় হচ্ছে, বাংলা ভাষা তাদের জীবনে কীভাবে আছে? তারা বাংলাকে নিয়ে কী ভাবছে? এসব প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইংরেজি নিয়ে আমার কোনো বিরোধ নেই। ইংরেজি জানা তো ভালো কথা। কিন্তু যে পন্থায় আমরা শিশুদের বাংলা শেখাচ্ছি, আমরা অজান্তেই তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভীতি তৈরি করছি কি না?
বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের সন্তানেরা যেভাবে বড় হচ্ছে, বাংলা ভাষা তাদের জীবনে কীভাবে আছে? তারা বাংলাকে নিয়ে কী ভাবছে? এসব প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইংরেজি নিয়ে আমার কোনো বিরোধ নেই। ইংরেজি জানা তো ভালো কথা। কিন্তু যে পন্থায় আমরা শিশুদের বাংলা শেখাচ্ছি, আমরা অজান্তেই তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভীতি তৈরি করছি কি না? সেটি নিয়ে বোধ হয় আমাদের ভাবার সময় এসেছে।’ বাপ্পা জানিয়েছেন, এ আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজতে চান তিনি। শিশুদের বাংলা ভাষা শেখা ও চর্চার জন্য অভিভাবকদের সচেতন করতে চান।
এই আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি গানের ব্যস্ততাও বাদ যাচ্ছে না বাপ্পার প্রাত্যহিক জীবন থেকে। নিয়মিত অংশ নিতে হচ্ছে স্টেজ শোতে। এ ছাড়া, ‘রিউয়াইন্ড ভলিউম ১’ নামে নিজের গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলোকে প্রকাশ করছেন নতুন সংগীতায়োজনে।
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের মেয়ে পিয়েতার বয়স আড়াই বছর। গুছিয়ে বাংলা বলে সে। তবে কাছাকাছি বয়সের আরও অনেক ছেলেমেয়ের দিকে তাকালে বাপ্পা দেখতে পান, তারা বাংলার চেয়ে ইংরেজিতেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য। বাংলা নিয়ে একধরনের উদাসীনতা কিংবা ভীতি কাজ করে তাদের মধ্যে। এ বিষয়ই ইদানীং ভাবাচ্ছে বাপ্পা মজুমদারকে। তিনি বলেন, ‘আমি বাংলায় গান গাই, বাংলায়ই কথা বলি। যুগের পর যুগ এই বাংলাকেই ধারণ করি বুকে। কালের পরিক্রমায় সবকিছুতেই অল্পবিস্তর পরিবর্তন আসবে, যা অনস্বীকার্য। কিন্তু বাংলা পরিবর্তিত না হয়ে বরং নতুন প্রজন্মের কাছে হারিয়েই যাবে? এ চিন্তা ক্রমেই ব্যস্ত করে তুলেছে আমাকে।’
এ ভাবনা থেকেই নতুন উদ্যোগ নিয়েছেন বাপ্পা। গানের পাশাপাশি নিজের ফেসবুক পেজে একটি আলোচনা অনুষ্ঠান শুরু করেছেন তিনি। আলোচনার বিষয়, নতুন প্রজন্মের বাংলাচর্চা। এটা নিয়ে দেশের স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি। জানবেন বাংলা ভাষার চর্চা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের মতামত। প্রথম পর্বে বাপ্পার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। বাপ্পা মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে কথা বলতে দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মুখোমুখি হবেন তিনি। জানবেন তাঁদের মতামত।
আমাদের সন্তানেরা যেভাবে বড় হচ্ছে, বাংলা ভাষা তাদের জীবনে কীভাবে আছে? তারা বাংলাকে নিয়ে কী ভাবছে? এসব প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইংরেজি নিয়ে আমার কোনো বিরোধ নেই। ইংরেজি জানা তো ভালো কথা। কিন্তু যে পন্থায় আমরা শিশুদের বাংলা শেখাচ্ছি, আমরা অজান্তেই তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভীতি তৈরি করছি কি না?
বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের সন্তানেরা যেভাবে বড় হচ্ছে, বাংলা ভাষা তাদের জীবনে কীভাবে আছে? তারা বাংলাকে নিয়ে কী ভাবছে? এসব প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইংরেজি নিয়ে আমার কোনো বিরোধ নেই। ইংরেজি জানা তো ভালো কথা। কিন্তু যে পন্থায় আমরা শিশুদের বাংলা শেখাচ্ছি, আমরা অজান্তেই তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভীতি তৈরি করছি কি না? সেটি নিয়ে বোধ হয় আমাদের ভাবার সময় এসেছে।’ বাপ্পা জানিয়েছেন, এ আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজতে চান তিনি। শিশুদের বাংলা ভাষা শেখা ও চর্চার জন্য অভিভাবকদের সচেতন করতে চান।
এই আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি গানের ব্যস্ততাও বাদ যাচ্ছে না বাপ্পার প্রাত্যহিক জীবন থেকে। নিয়মিত অংশ নিতে হচ্ছে স্টেজ শোতে। এ ছাড়া, ‘রিউয়াইন্ড ভলিউম ১’ নামে নিজের গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলোকে প্রকাশ করছেন নতুন সংগীতায়োজনে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে