রকিবুল হাসান রবিন
বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি হচ্ছে ‘এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম’ (জেএসপি)। এশিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা মোকাবিলায় ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে জাপান সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বৃত্তি দিয়ে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
যেসব বিষয়ে বৃত্তি দেওয়া হয় প্রতিবছর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য প্রায় ১৪০টি বৃত্তি প্রদান কর হয়। অর্থনীতি, ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট), স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যেসব বিষয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত সেসব বিষয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য বৃত্তি দেওয়া হয়।
বৃত্তির আর্থিক মূল্য
শিক্ষার্থীর টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক খরচ, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার খরচ, মেডিকেল ইনস্যুরেন্স ও ভ্রমণ খরচ বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত। এ ছাড়া কোনো একটি গবেষণার থিসিসের প্রস্তুতির জন্যও বিশেষ ভাতা দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটার শিক্ষার কোর্স, কোনো ভাষা শেখা এবং ক্যারিয়ারের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কোর্সের জন্যও বিশেষ বিবেচনায় ভাতা দেওয়া হয়।
সাধারণত মাস্টার্স কোর্সে জেএসপি বৃত্তির মেয়াদ এক বছর। তবে পড়াশোনার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বৃত্তির মেয়াদ অতিরিক্ত এক বছর বৃদ্ধি হতে পারে। পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে বৃত্তির মেয়াদ সর্বোচ্চ দুই বছর।
যোগ্যতা
আবেদনকারীদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।
১. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মোট সদস্য ৬৬। আবেদনকারীকে এই সদস্য দেশগুলোর নাগরিক হতে হবে। বাংলাদেশ এডিবির সদস্য হওয়ার কারণে শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২. এডিবি কর্তৃক নির্বাচিত বিশ্বের মোট ৯টি দেশ: ভারত, যুক্তরাষ্ট্র, হংকং, চীন, পাকিস্তান, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড দেশগুলোর ২৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এই ২৫টি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বৃত্তির জন্য আবেদনকারী নির্বাচিত হবেন না। জেএসপি বৃত্তির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা উল্লেখ আছে।
৩. স্নাতকে অসাধারণ ফলাফলের অধিকারী হতে হবে।
৪. স্নাতক শেষ হওয়ার পরে দুই বছর পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫। তবে কিছু কোর্স সিনিয়র কর্মকর্তাদের জন্য। সে ক্ষেত্রে ওই সব কোর্সের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
৬. এডিবি, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং নিজ দেশের পরিবর্তে অন্য দেশে চাকরি করলে, আবেদনকারী বৃত্তির জন্য নির্বাচিত হবেন না
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে জেএসপি বৃত্তির জন্য আবেদন করতে হবে। ‘এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম’ (জেএসপি)-এর ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত এবং আবেদনপত্র পাওয়া যাবে।
লেখক: রকিবুল হাসান রবিন
বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি হচ্ছে ‘এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম’ (জেএসপি)। এশিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা মোকাবিলায় ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে জাপান সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বৃত্তি দিয়ে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
যেসব বিষয়ে বৃত্তি দেওয়া হয় প্রতিবছর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য প্রায় ১৪০টি বৃত্তি প্রদান কর হয়। অর্থনীতি, ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট), স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যেসব বিষয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত সেসব বিষয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য বৃত্তি দেওয়া হয়।
বৃত্তির আর্থিক মূল্য
শিক্ষার্থীর টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক খরচ, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার খরচ, মেডিকেল ইনস্যুরেন্স ও ভ্রমণ খরচ বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত। এ ছাড়া কোনো একটি গবেষণার থিসিসের প্রস্তুতির জন্যও বিশেষ ভাতা দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটার শিক্ষার কোর্স, কোনো ভাষা শেখা এবং ক্যারিয়ারের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কোর্সের জন্যও বিশেষ বিবেচনায় ভাতা দেওয়া হয়।
সাধারণত মাস্টার্স কোর্সে জেএসপি বৃত্তির মেয়াদ এক বছর। তবে পড়াশোনার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বৃত্তির মেয়াদ অতিরিক্ত এক বছর বৃদ্ধি হতে পারে। পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে বৃত্তির মেয়াদ সর্বোচ্চ দুই বছর।
যোগ্যতা
আবেদনকারীদের নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে।
১. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মোট সদস্য ৬৬। আবেদনকারীকে এই সদস্য দেশগুলোর নাগরিক হতে হবে। বাংলাদেশ এডিবির সদস্য হওয়ার কারণে শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২. এডিবি কর্তৃক নির্বাচিত বিশ্বের মোট ৯টি দেশ: ভারত, যুক্তরাষ্ট্র, হংকং, চীন, পাকিস্তান, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড দেশগুলোর ২৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এই ২৫টি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বৃত্তির জন্য আবেদনকারী নির্বাচিত হবেন না। জেএসপি বৃত্তির ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা উল্লেখ আছে।
৩. স্নাতকে অসাধারণ ফলাফলের অধিকারী হতে হবে।
৪. স্নাতক শেষ হওয়ার পরে দুই বছর পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫। তবে কিছু কোর্স সিনিয়র কর্মকর্তাদের জন্য। সে ক্ষেত্রে ওই সব কোর্সের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
৬. এডিবি, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং নিজ দেশের পরিবর্তে অন্য দেশে চাকরি করলে, আবেদনকারী বৃত্তির জন্য নির্বাচিত হবেন না
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে জেএসপি বৃত্তির জন্য আবেদন করতে হবে। ‘এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম’ (জেএসপি)-এর ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত এবং আবেদনপত্র পাওয়া যাবে।
লেখক: রকিবুল হাসান রবিন
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে