স্কুলে সীমানাপ্রাচীর ও ডোবা ভরাটের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৭: ১৫
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ১৫

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল, ডোবাসহ মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বড় ডোবা থাকায় বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে এবং মাঠে খেলাধুলা করার সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আর বৃষ্টির মৌসুমে ওই ডোবার কারণে পুরো মাঠ জলাবদ্ধ থাকে। এ ছাড়া বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকায় পুরো বিদ্যালয় অরক্ষিত হয়ে পড়ে। এতে ছুটির পর বখাটেরা বিদ্যালয়ের বারান্দায় আড্ডা দেয়, গরু-ছাগল বিদ্যালয়ে ঢুকে পরিবেশ নোংরা করে। তাই দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত সীমানার চারদিকে বাউন্ডারি দেয়াল ও বিদ্যালয়ের সামনে ডোবা ভরাটের দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম বলেন, দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবা ভরাটের দাবি দুটি জনগুরুত্বপূর্ণ। তাই এ ব্যাপারে শিক্ষা বিভাগ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম বলেন, ‘বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের বিষয়টি দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব পাঠিয়ে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাঠসহ ভরাটের বিষয়টি উপজেলা সমন্বয় মিটিংয়ে আমরা তুলে ধরব।’

দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. বাদল আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতি আমিন সোহেল, রায়হানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন জমাদ্দার, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ বশির প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত