গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর মানিকের টেক এলাকার একটি নিরাময় কেন্দ্রে নানা অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-১। গতকাল মঙ্গলবার এ অভিযানে ভাওয়াল মাদক নিরাময় কেন্দ্র নামের ওই প্রতিষ্ঠানের মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় সময় কেন্দ্রটি থেকে ৪২০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
অভিযান শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিরাময় কেন্দ্রে যাঁরা চিকিৎসা নিতে এসেছেন তাঁদের শারীরিক, মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একইভাবে বেশ কিছু বিজ্ঞাপন পাওয়া গেছে, যাতে তাদের শারীরিকভাবে নির্যাতন তথা ঝুলিয়ে নির্যাতনের কিছু প্রমাণ পাওয়া গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘তাৎক্ষণিকভাবে আসায় আমরা অনেক তথ্য পেয়েছি। নিরাময়ের জন্য মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো এখানে অনুপস্থিত। যাঁরা এখানকার সেবাগ্রহীতা ছিল তাঁদের যে খাবার দেওয়া হতো তার মান অত্যন্ত খারাপ ছিল। এখানে সর্বদা চিকিৎসক থাকার কথা থাকলেও তা ছিল না। এ রকম বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ‘এখানকার মালিকসহ যে পাঁচজন কর্মচারী রয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিরাময় কেন্দ্রটিতে প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। যখন এ কেন্দ্রটি চালু করা হয়েছিল তখন অনুমোদনহীন অবস্থায় চালু করা করা হয়েছিল।’
তিনি বলেন, মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক কেন্দ্রটি যখনই পর্যবেক্ষণ করা হয় তখনই কেবল প্রয়োজনীয় জিনিস দেখানো হয়েছিল। পরে সেগুলো তাদের ইচ্ছেমতো সরিয়ে ফেলা হয়েছে।
খন্দকার আল মঈন বলেন, ‘এটি একটা মাদক নিরাময় কেন্দ্র হলেও যাঁরা পরিচালনা করছেন, মালিকসহ তাঁরা সবাই মাদকাসক্ত হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এখানে ২০ জনের জায়গায় ২৮ জনকে চিকিৎসাধীন পাওয়া গেছে।’
খন্দকার মঈন বলেন, এখানে একজন রোগী পাওয়া গেছে, যিনি তিন বছর যাবৎ এখানে রয়েছেন। মাদকাসক্ত নয় এমন সুস্থ ব্যক্তিদেরও জোর করে এখানে রাখা হয়েছে। বিভিন্ন সময় মারধরও করা হয়েছে। যাঁদের শরীরে জখমের দাগ পাওয়া গেছে—এমন সাতজনকে পরীক্ষার জন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
র্যাবের মুখপাত্র বলেন, ‘একজন অভিনেতা মাদকাসক্ত নন, তাঁকেও আমরা এখানে পেয়েছি। তাঁকেও মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাঁকে কেন আটকে রাখা হয়েছে সে ব্যাপারেও পুরোপুরি তথ্য পাব। আজ রাতেই তা জানতে পারব।’
খন্দকার মঈন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় এবং লিখিত অভিযোগের কারণে মাদক নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেওয়া হচ্ছে। এখান থেকে উদ্ধার হওয়া সব রোগীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। যে স্বজনেরা নিজেদের রোগীকে হেফাজতে নিতে চান, সে রোগীকে স্বজনদের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে। যে রোগীদের স্বজনেরা আসতে পারেননি অথবা রোগীকে নিতে চান না তাঁদের গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
গাজীপুর মহানগরীর মানিকের টেক এলাকার একটি নিরাময় কেন্দ্রে নানা অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-১। গতকাল মঙ্গলবার এ অভিযানে ভাওয়াল মাদক নিরাময় কেন্দ্র নামের ওই প্রতিষ্ঠানের মালিক ফিরোজা নাজনীন বাঁধনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় সময় কেন্দ্রটি থেকে ৪২০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
অভিযান শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিরাময় কেন্দ্রে যাঁরা চিকিৎসা নিতে এসেছেন তাঁদের শারীরিক, মানসিক নির্যাতন এবং যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একইভাবে বেশ কিছু বিজ্ঞাপন পাওয়া গেছে, যাতে তাদের শারীরিকভাবে নির্যাতন তথা ঝুলিয়ে নির্যাতনের কিছু প্রমাণ পাওয়া গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘তাৎক্ষণিকভাবে আসায় আমরা অনেক তথ্য পেয়েছি। নিরাময়ের জন্য মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো এখানে অনুপস্থিত। যাঁরা এখানকার সেবাগ্রহীতা ছিল তাঁদের যে খাবার দেওয়া হতো তার মান অত্যন্ত খারাপ ছিল। এখানে সর্বদা চিকিৎসক থাকার কথা থাকলেও তা ছিল না। এ রকম বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ‘এখানকার মালিকসহ যে পাঁচজন কর্মচারী রয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিরাময় কেন্দ্রটিতে প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। যখন এ কেন্দ্রটি চালু করা হয়েছিল তখন অনুমোদনহীন অবস্থায় চালু করা করা হয়েছিল।’
তিনি বলেন, মাদক নিরাময় অধিদপ্তর কর্তৃক কেন্দ্রটি যখনই পর্যবেক্ষণ করা হয় তখনই কেবল প্রয়োজনীয় জিনিস দেখানো হয়েছিল। পরে সেগুলো তাদের ইচ্ছেমতো সরিয়ে ফেলা হয়েছে।
খন্দকার আল মঈন বলেন, ‘এটি একটা মাদক নিরাময় কেন্দ্র হলেও যাঁরা পরিচালনা করছেন, মালিকসহ তাঁরা সবাই মাদকাসক্ত হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এখানে ২০ জনের জায়গায় ২৮ জনকে চিকিৎসাধীন পাওয়া গেছে।’
খন্দকার মঈন বলেন, এখানে একজন রোগী পাওয়া গেছে, যিনি তিন বছর যাবৎ এখানে রয়েছেন। মাদকাসক্ত নয় এমন সুস্থ ব্যক্তিদেরও জোর করে এখানে রাখা হয়েছে। বিভিন্ন সময় মারধরও করা হয়েছে। যাঁদের শরীরে জখমের দাগ পাওয়া গেছে—এমন সাতজনকে পরীক্ষার জন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
র্যাবের মুখপাত্র বলেন, ‘একজন অভিনেতা মাদকাসক্ত নন, তাঁকেও আমরা এখানে পেয়েছি। তাঁকেও মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাঁকে কেন আটকে রাখা হয়েছে সে ব্যাপারেও পুরোপুরি তথ্য পাব। আজ রাতেই তা জানতে পারব।’
খন্দকার মঈন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় এবং লিখিত অভিযোগের কারণে মাদক নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেওয়া হচ্ছে। এখান থেকে উদ্ধার হওয়া সব রোগীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। যে স্বজনেরা নিজেদের রোগীকে হেফাজতে নিতে চান, সে রোগীকে স্বজনদের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে। যে রোগীদের স্বজনেরা আসতে পারেননি অথবা রোগীকে নিতে চান না তাঁদের গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকায় মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে