চিলমারীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০৮: ৫৩
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯: ২৮

কুড়িগ্রামের চিলমারীতে ৭৮টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনা মডেল ইউনিয়নে অভিযান চালায় চিলমারী মডেল থানা-পুলিশের একটি দল। এ সময় ওই ইউনিয়নের সোনাতীপাড়া ঘাট থেকে এক শ গজ দক্ষিণে একটি নৌকার ভেতর থেকে ৭৮টি ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবকেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের নামে থানায় মামলা দেওয়া হয়েছে। পরে ওই দুই যুবককে গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোহাম্মদ তানভীর রহমান (২৮) এবং একই ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া (ঝাকুয়া পাড়া) এলাকার মো. জাহিদুল ইসলাম (২৭)।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীল নীতিতে রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত