১১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল আ.লীগ

ধামুইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ০৭
Thumbnail image

আসন্ন নওগাঁর ধামইরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহিষ্কারের এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায়, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাঁদের সবাইকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া প্রার্থীরা হলেন এক নম্বর ধামুইরহাট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাবেক সভাপতি এ টি এম বদিউল আলম, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের সহসভাপতি মো. আব্দুল লতিফ মীর, আলমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু মুসা, উমার ইউনিয়ন পরিষদের সহপ্রচার সম্পাদক মো. মাসুদুর রহমান সরকার, যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রকেট, জাহানপুর ইউনিয়ন পরিষদে কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মো. ওসমান আলী, ইসবপুর ইউনিয়ন পরিষদে সাধারণ সম্পাদক মো. ইমরুল কায়েস বাদল, খেলনা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত