নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত হামলার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন। নির্বাচনের পর থেকেই তিনি হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এসব ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ৮ নম্বর ওয়ার্ড থেকে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করা মো. জাকির হোসেন। গতকাল বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোড এলাকায় তাঁকে লক্ষ করে একটি ককটেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জাকির হোসেনের বিরুদ্ধে তাঁর ওপর হামলার অভিযোগ করেন বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম।
সংবাদ সম্মেলন জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটে ডালিম প্রতীকের প্রার্থী নাসিম উদ্দিন সুনামের সঙ্গে হেরে যান তিনি। ফলাফল ঘোষণার পর থেকে বিজয়ী প্রার্থী সুনামের লোকজন আমার লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা আমার নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করতে নানাভাবে হয়রানি করছে।’
জাকির হোসেন আরও বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কাউন্সিলর সুনাম বাহিনীর ক্যাডার এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হাফিজ উল্যাহ রবির নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী আমার সোনাপুর ইসলামিয়া মাদ্রাসা এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে বাড়ির সামনে আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবশেষ আজ (গতকাল) বিকেল ৫টার দিকে সোনাপুর লিংক রোডের সামনে আমার ওপর ককটেল হামলা চালায় তারা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এসব ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেব।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জাকির ও তাঁর লোকজন আমার নেতা-কর্মীদের বাড়ি এবং দোকানপাটে হামলা-ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনায় আমার চার সমর্থক আহত হয়েছেন। জাকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার নেতা-কর্মীদের গালমন্দ করা হচ্ছে। এ ছাড়া আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত সোমবার রাতে জাকির হোসেনের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুনাম কাউন্সিলর ও জাকির হোসেন দুজনই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ করেছেন। তবে আজ (গতকাল) সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত হামলার অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন। নির্বাচনের পর থেকেই তিনি হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এসব ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ৮ নম্বর ওয়ার্ড থেকে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করা মো. জাকির হোসেন। গতকাল বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোড এলাকায় তাঁকে লক্ষ করে একটি ককটেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জাকির হোসেনের বিরুদ্ধে তাঁর ওপর হামলার অভিযোগ করেন বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম।
সংবাদ সম্মেলন জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটে ডালিম প্রতীকের প্রার্থী নাসিম উদ্দিন সুনামের সঙ্গে হেরে যান তিনি। ফলাফল ঘোষণার পর থেকে বিজয়ী প্রার্থী সুনামের লোকজন আমার লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা আমার নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করতে নানাভাবে হয়রানি করছে।’
জাকির হোসেন আরও বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কাউন্সিলর সুনাম বাহিনীর ক্যাডার এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হাফিজ উল্যাহ রবির নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী আমার সোনাপুর ইসলামিয়া মাদ্রাসা এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে বাড়ির সামনে আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবশেষ আজ (গতকাল) বিকেল ৫টার দিকে সোনাপুর লিংক রোডের সামনে আমার ওপর ককটেল হামলা চালায় তারা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এসব ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেব।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বিজয়ী কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জাকির ও তাঁর লোকজন আমার নেতা-কর্মীদের বাড়ি এবং দোকানপাটে হামলা-ভাঙচুর চালাচ্ছে। এসব ঘটনায় আমার চার সমর্থক আহত হয়েছেন। জাকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার নেতা-কর্মীদের গালমন্দ করা হচ্ছে। এ ছাড়া আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত সোমবার রাতে জাকির হোসেনের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুনাম কাউন্সিলর ও জাকির হোসেন দুজনই উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি মৌখিক অভিযোগ করেছেন। তবে আজ (গতকাল) সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে