বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে হাজির হয়েছিলেন কলকাতার ফেলুদাখ্যাত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
উৎসবের উদ্বোধনী মঞ্চে বসে কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেতা। সব্যসাচী বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বসার সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ, ধন্য, গৌরবান্বিত। আগেও এই উৎসবে আসার কথা ছিল। মহামারির কারণে আসা হয়নি। এবার আসতে পেরে ভালো লাগছে।’
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। এই সিনেমায় অভিনয় করেছেন সব্যসাচী। মূলত এ সিনেমার অভিনেতা হিসেবেই উৎসবে আলো ছড়াতে এসেছেন তিনি।
সিনেমাটি নিয়ে সব্যসাচী বলেন, ‘এবারের উৎসবে আমার জন্য আরও আনন্দের ব্যাপার হলো, যে সিনেমা দিয়ে উৎসবটি শুরু হচ্ছে, আমিও সেটার ক্ষুদ্র একটি অংশ। আমি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছি। যে বিমানটি ছিনতাই হয়, আমি সেটার ক্যাপ্টেন।’
নির্মাতার অতৃপ্তির কথা জানিয়ে সব্যসাচী বলেছেন, ‘সিনেমাটি নিয়ে পরিচালক মশাই খুব একটা খুশি নন। আরও কিছু করতে পারলে তিনি খুশি হতেন। “আরও ভালো করা যেত”—সেটা সব সময়ই ঠিক। সবাই সেই চেষ্টাটা চালিয়ে যাব। আপাতত এই উৎসবের সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখেন সব্যসাচী। পুরোটা সময় তিনি সিনেমা উপভোগ করেছেন। সিনেমা দেখা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘আগে পুরো সিনেমাটি দেখা হয়নি। সিনেমাটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমাটি দেখে আমি আনন্দিত। এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য জ্যঁ কুয়ে নামে এক ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত ‘জেকে ১৯৭১’, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। বিমান ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ।
আজ আলো ছড়াবেন শ্রীলেখা
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল ৫টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উৎসবে অংশ নিতে গতকাল ঢাকায় আসার কথা তাঁর। গত ডিসেম্বরেই এক ভিডিও বার্তায় ঢাকা উৎসবে আসার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন শ্রীলেখা। আজ দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করার কথা তাঁর। জানা গেছে, সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।
গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিনে হাজির হয়েছিলেন কলকাতার ফেলুদাখ্যাত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
উৎসবের উদ্বোধনী মঞ্চে বসে কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেতা। সব্যসাচী বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বসার সুযোগ পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ, ধন্য, গৌরবান্বিত। আগেও এই উৎসবে আসার কথা ছিল। মহামারির কারণে আসা হয়নি। এবার আসতে পেরে ভালো লাগছে।’
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। এই সিনেমায় অভিনয় করেছেন সব্যসাচী। মূলত এ সিনেমার অভিনেতা হিসেবেই উৎসবে আলো ছড়াতে এসেছেন তিনি।
সিনেমাটি নিয়ে সব্যসাচী বলেন, ‘এবারের উৎসবে আমার জন্য আরও আনন্দের ব্যাপার হলো, যে সিনেমা দিয়ে উৎসবটি শুরু হচ্ছে, আমিও সেটার ক্ষুদ্র একটি অংশ। আমি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছি। যে বিমানটি ছিনতাই হয়, আমি সেটার ক্যাপ্টেন।’
নির্মাতার অতৃপ্তির কথা জানিয়ে সব্যসাচী বলেছেন, ‘সিনেমাটি নিয়ে পরিচালক মশাই খুব একটা খুশি নন। আরও কিছু করতে পারলে তিনি খুশি হতেন। “আরও ভালো করা যেত”—সেটা সব সময়ই ঠিক। সবাই সেই চেষ্টাটা চালিয়ে যাব। আপাতত এই উৎসবের সাফল্য কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখেন সব্যসাচী। পুরোটা সময় তিনি সিনেমা উপভোগ করেছেন। সিনেমা দেখা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘আগে পুরো সিনেমাটি দেখা হয়নি। সিনেমাটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে পুরো সিনেমাটি দেখে আমি আনন্দিত। এটা সত্যিই ভিন্ন এক অনুভূতি।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য জ্যঁ কুয়ে নামে এক ফরাসি যুবকের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত ‘জেকে ১৯৭১’, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। বিমান ছিনতাইকারীর ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ।
আজ আলো ছড়াবেন শ্রীলেখা
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ বিকেল ৫টায় প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উৎসবে অংশ নিতে গতকাল ঢাকায় আসার কথা তাঁর। গত ডিসেম্বরেই এক ভিডিও বার্তায় ঢাকা উৎসবে আসার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন শ্রীলেখা। আজ দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করার কথা তাঁর। জানা গেছে, সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে