মোহাম্মদ কাজী রাকিব, পাথরঘাটা
বরগুনার পাথরঘাটায় প্রতিষ্ঠিত হওয়ার ২৮ বছর পর পুনরায় চালু হয়েছে মরহুম আব্দুল জব্বার আকন পৌর মার্কেট। এতে স্থানীয় বাসিন্দারা স্বন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে নিয়মিত বসেছে নিত্যপ্রয়োজনীয় দোকান।
জানা গেছে, ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হয়। এর আগে ১৯৯২ সালে তৎকালীন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকন তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইউনুস আলীর অনুরোধে তাঁর নিজস্ব সম্পত্তি দান করেন এ মার্কেটের জন্য।
পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে পৌরসভার আয়ের উৎস হিসেবে এ মার্কেটের উদ্যোগ নিয়েছিল তৎকালীন পৌর প্রশাসক শেখ ইউনুস আলী। এ জন্য তাঁর বড় ভাই কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আকন তাঁর নির্মিত মাদ্রাসা মসজিদের পাশে এক একর জমির ওপর টলশেট ও কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট চালু করেন। তবে তা অব্যবস্থাপনার কারণে বেশি দিন টিকেনি। ফলে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল এ মার্কেটের কার্যক্রম।
এ মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুল জলিল বলেন, অনেক দিন পর এ মার্কেটটি চালু হওয়ায় ক্রেতা একটু কম।
স্থানীয় কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল বলেন, এই মার্কেটটির কারণে পাথরঘাটা পৌরসভায় রাজস্ব আয়ের পাশাপাশি এ এলাকার প্রায় দশ হাজার বাসিন্দাদের সময়ের অপচয় কম হবে এবং গাড়ি ভাড়া সাশ্রয়ী হবে। এ ছাড়া দেশের বৃহত্তর মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাট থেকে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার গুলো এখান থেকে সহজে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে মাছ শিকারে যেতে পারবে।
বরগুনার পাথরঘাটায় প্রতিষ্ঠিত হওয়ার ২৮ বছর পর পুনরায় চালু হয়েছে মরহুম আব্দুল জব্বার আকন পৌর মার্কেট। এতে স্থানীয় বাসিন্দারা স্বন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে নিয়মিত বসেছে নিত্যপ্রয়োজনীয় দোকান।
জানা গেছে, ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হয়। এর আগে ১৯৯২ সালে তৎকালীন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকন তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইউনুস আলীর অনুরোধে তাঁর নিজস্ব সম্পত্তি দান করেন এ মার্কেটের জন্য।
পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে পৌরসভার আয়ের উৎস হিসেবে এ মার্কেটের উদ্যোগ নিয়েছিল তৎকালীন পৌর প্রশাসক শেখ ইউনুস আলী। এ জন্য তাঁর বড় ভাই কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আকন তাঁর নির্মিত মাদ্রাসা মসজিদের পাশে এক একর জমির ওপর টলশেট ও কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট চালু করেন। তবে তা অব্যবস্থাপনার কারণে বেশি দিন টিকেনি। ফলে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল এ মার্কেটের কার্যক্রম।
এ মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুল জলিল বলেন, অনেক দিন পর এ মার্কেটটি চালু হওয়ায় ক্রেতা একটু কম।
স্থানীয় কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল বলেন, এই মার্কেটটির কারণে পাথরঘাটা পৌরসভায় রাজস্ব আয়ের পাশাপাশি এ এলাকার প্রায় দশ হাজার বাসিন্দাদের সময়ের অপচয় কম হবে এবং গাড়ি ভাড়া সাশ্রয়ী হবে। এ ছাড়া দেশের বৃহত্তর মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাট থেকে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার গুলো এখান থেকে সহজে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে মাছ শিকারে যেতে পারবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে