তিতাস প্রতিনিধি
তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কের পাশে ময়লার ফেলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এর দুর্গন্ধে জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। এতে মশা ও মাছি বৃদ্ধি পেয়ে বিভিন্ন রোগ–জীবাণু ছড়াচ্ছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্থানীয় মধ্য আকালিয়া, উত্তর আকালিয়া, সামনগর, উপাধি ও অজুদ্দানগর গ্রামবাসীসহ মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার কয়েক হাজার লোক চলাচল করেন। সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ময়লার গন্ধে থেকে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এ সময় মধ্য আকালিয়া গ্রামের ওসমান মিয়া (৪০) ও ইব্রাহিম মিয়ার (৩৫) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বাতাকান্দি গরুর বাজারসহ পুরো বাজারের ময়লা এখানে ফেলার কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক দুর্গন্ধ হয়। এতে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশও দূষণ হচ্ছে।
অটোরিকশা চালক সোহাগ হোসেন বলেন, সড়ক জুড়ে এমন ময়লার ভাগাড় আমি কোথাও দেখিনি। এই ময়লা থেকে বড় বড় মশা ও মাছি জন্ম হচ্ছে। এই মশা মাছি থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে। এ নিয়ে যাত্রীরাও অতিষ্ঠ।
এই সড়কের নিয়মিত যাত্রী মুরাদনগরের আব্দুর রশিদ বলেন, ‘আমি প্রতিদিন এই সড়ক দিয়ে হোমনা, তিতাস ও মুরাদনগর আসা যাওয়া করি। এখানে আসলে খুব দুর্গন্ধের শিকার হতে হয়।’
সড়কের পাশে ফার্নিচার দোকানদার আল আমিন বলেন, এখানে ময়লা ফেলার কারণে আমরা দোকান করতে খুব অসুবিধা হচ্ছে। কর্মচারীরা থাকতে চাই না। তাই এখান থেকে ময়লার ভাগাড় সরানোর পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত করার দাবি জানাই।’
বাতাকান্দি বাজারের সভাপতি ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘খুব শিগগিরই আমরা বাজারের ময়লা ফেলার জন্য মিটিং করে একটি স্থান নির্ধারণ করব।’
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সরফরাজ হোসেন খান বলেন, জনবহুল এলাকায় ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সর্দি–কাশি ও ক্যানসারের মতো রোগও হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। তবে বাতাকান্দি বাজারে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।
তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কের পাশে ময়লার ফেলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এর দুর্গন্ধে জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। এতে মশা ও মাছি বৃদ্ধি পেয়ে বিভিন্ন রোগ–জীবাণু ছড়াচ্ছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্থানীয় মধ্য আকালিয়া, উত্তর আকালিয়া, সামনগর, উপাধি ও অজুদ্দানগর গ্রামবাসীসহ মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার কয়েক হাজার লোক চলাচল করেন। সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ময়লার গন্ধে থেকে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এ সময় মধ্য আকালিয়া গ্রামের ওসমান মিয়া (৪০) ও ইব্রাহিম মিয়ার (৩৫) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বাতাকান্দি গরুর বাজারসহ পুরো বাজারের ময়লা এখানে ফেলার কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক দুর্গন্ধ হয়। এতে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশও দূষণ হচ্ছে।
অটোরিকশা চালক সোহাগ হোসেন বলেন, সড়ক জুড়ে এমন ময়লার ভাগাড় আমি কোথাও দেখিনি। এই ময়লা থেকে বড় বড় মশা ও মাছি জন্ম হচ্ছে। এই মশা মাছি থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে। এ নিয়ে যাত্রীরাও অতিষ্ঠ।
এই সড়কের নিয়মিত যাত্রী মুরাদনগরের আব্দুর রশিদ বলেন, ‘আমি প্রতিদিন এই সড়ক দিয়ে হোমনা, তিতাস ও মুরাদনগর আসা যাওয়া করি। এখানে আসলে খুব দুর্গন্ধের শিকার হতে হয়।’
সড়কের পাশে ফার্নিচার দোকানদার আল আমিন বলেন, এখানে ময়লা ফেলার কারণে আমরা দোকান করতে খুব অসুবিধা হচ্ছে। কর্মচারীরা থাকতে চাই না। তাই এখান থেকে ময়লার ভাগাড় সরানোর পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত করার দাবি জানাই।’
বাতাকান্দি বাজারের সভাপতি ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘খুব শিগগিরই আমরা বাজারের ময়লা ফেলার জন্য মিটিং করে একটি স্থান নির্ধারণ করব।’
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সরফরাজ হোসেন খান বলেন, জনবহুল এলাকায় ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সর্দি–কাশি ও ক্যানসারের মতো রোগও হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। তবে বাতাকান্দি বাজারে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪