নুরুল আমিন হাসান, উত্তরা
টঙ্গীতে সেতুর অংশবিশেষ ধসে পড়ার কারণে ওই এলাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রোববার যানজটের ভোগান্তিতে পড়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশগামী যাত্রীরা। অনেকেই মিস করেছেন নির্দিষ্ট ফ্লাইট।
বিদেশগামী যাত্রীরা আজকের পত্রিকাকে জানান, একদিকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে মহাসড়কের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, খানাখন্দ। সব মিলিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সৌদিপ্রবাসী তাহিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জ থেকে ৩০ মিনিটের রাস্তা পার হতে সময় লেগেছে পৌনে চার ঘণ্টা। আড়াই হাজার টাকা ভাড়া করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসছি। অথচ যানজট না থাকলে স্বাভাবিক সময়ের ভাড়া মাত্র এক হাজার টাকা।
কুমিল্লা থেকে আসা যাত্রী ইমন বলেন, প্রথমবারের মতো সৌদি যাওয়ার জন্য বিমানবন্দর আসছি। চৌদ্দগ্রাম থেকে বাসে উঠেছি দুপুর সাড়ে ১২টার দিকে কিন্তু যানজটের কারণে পৌঁছেছি সোয়া ৪টায়।
যশোর থেকে তিন দিন আগে এসেছেন সৌদিপ্রবাসী রুবেল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে তীব্র যানজট। তাই ঝুঁকি না নিতেই তিন দিন আগেই ঢাকায় এসেছি।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৌদিপ্রবাসী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘রওনা হইছি দুপুর ১২টায়। কিন্তু সড়কে যানজটের কারণে আড়াই ঘণ্টার পথে সময় লেগেছে ৫ ঘণ্টা।’
ইতালিপ্রবাসী আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসে উঠে তীব্র যানজটের কারণে বিমানবন্দরে নেমেছি বিকেল ৪টার দিকে।
সৌদিপ্রবাসী মো. উদয় বলেন, শুনেছি কেউ কেউ ফ্লাইট মিস করেছেন। (রোববার) আজ রাতেই আমার ফ্লাইট।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই অনেকেই সঠিক সময়ে আসতে পারেননি। বিদেশগামী যাত্রীদের উদ্দেশ্যে বলব, যানজটের বিষয়টি মাথায় রেখেই আপনারা বের হবেন।’
টঙ্গী ব্রিজটি ১১ নভেম্বর ভেঙে যায়। এরপর থেকে সেখান দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এসব যানবাহন টঙ্গীর মুন্নু মিলগেট দিয়ে কামারপাড়া সংযোগ সড়ক ব্যবহার ঢাকায় প্রবেশ করছে। সংস্কারকাজ শেষ হতে ১০-১২ দিন লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
টঙ্গীতে সেতুর অংশবিশেষ ধসে পড়ার কারণে ওই এলাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রোববার যানজটের ভোগান্তিতে পড়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশগামী যাত্রীরা। অনেকেই মিস করেছেন নির্দিষ্ট ফ্লাইট।
বিদেশগামী যাত্রীরা আজকের পত্রিকাকে জানান, একদিকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে মহাসড়কের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, খানাখন্দ। সব মিলিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সৌদিপ্রবাসী তাহিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জ থেকে ৩০ মিনিটের রাস্তা পার হতে সময় লেগেছে পৌনে চার ঘণ্টা। আড়াই হাজার টাকা ভাড়া করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসছি। অথচ যানজট না থাকলে স্বাভাবিক সময়ের ভাড়া মাত্র এক হাজার টাকা।
কুমিল্লা থেকে আসা যাত্রী ইমন বলেন, প্রথমবারের মতো সৌদি যাওয়ার জন্য বিমানবন্দর আসছি। চৌদ্দগ্রাম থেকে বাসে উঠেছি দুপুর সাড়ে ১২টার দিকে কিন্তু যানজটের কারণে পৌঁছেছি সোয়া ৪টায়।
যশোর থেকে তিন দিন আগে এসেছেন সৌদিপ্রবাসী রুবেল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে তীব্র যানজট। তাই ঝুঁকি না নিতেই তিন দিন আগেই ঢাকায় এসেছি।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৌদিপ্রবাসী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘রওনা হইছি দুপুর ১২টায়। কিন্তু সড়কে যানজটের কারণে আড়াই ঘণ্টার পথে সময় লেগেছে ৫ ঘণ্টা।’
ইতালিপ্রবাসী আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসে উঠে তীব্র যানজটের কারণে বিমানবন্দরে নেমেছি বিকেল ৪টার দিকে।
সৌদিপ্রবাসী মো. উদয় বলেন, শুনেছি কেউ কেউ ফ্লাইট মিস করেছেন। (রোববার) আজ রাতেই আমার ফ্লাইট।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই অনেকেই সঠিক সময়ে আসতে পারেননি। বিদেশগামী যাত্রীদের উদ্দেশ্যে বলব, যানজটের বিষয়টি মাথায় রেখেই আপনারা বের হবেন।’
টঙ্গী ব্রিজটি ১১ নভেম্বর ভেঙে যায়। এরপর থেকে সেখান দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এসব যানবাহন টঙ্গীর মুন্নু মিলগেট দিয়ে কামারপাড়া সংযোগ সড়ক ব্যবহার ঢাকায় প্রবেশ করছে। সংস্কারকাজ শেষ হতে ১০-১২ দিন লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে