খান রফিক, বরিশাল
সারা দেশের মতো বরিশাল জেলা পরিষদও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে ঈদের আগেই সরকার নিয়োগ দিচ্ছে একজন প্রশাসক। এদিকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাফ ডজনেরও বেশি আওয়ামী লীগ নেতার নাম শোনা যাচ্ছে। এই তালিকায় সাবেক সাংসদ, প্রশাসক, ছাত্রনেতা, ব্যবসায়ী এমনকি আইনজীবীও রয়েছেন।
সম্ভাব্য প্রার্থীরা নিজেদের যোগ্য মনে করলেও কে হচ্ছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে একটি দায়িত্বশীল সূত্রমতে তদবিরের বিতর্কিত ফাইল এবার প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশের আগেই ঝেড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলা পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব বলেন, সম্ভবত সরকার দ্রুত প্রশাসক নিয়োগ দিচ্ছে। যিনি দায়িত্ব পাবেন, তিনি ১৮০ দিনের জন্য নির্বাচনকালীন প্রশাসক হবেন।
জানা গেছে, গত রোববার বরিশাল জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে। জেলা পরিষদের তথ্যমতে, ২৯ জানুয়ারি বরিশাল জেলা পরিষদের মেয়াদ শেষ হয়। সম্প্রতি সংসদে আইন পাস করে প্রশাসক নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। আইন অনুযায়ী নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি প্রতিটি উপজেলা থেকে একজন করে সদস্য নির্বাচিত হবেন। এ ছাড়া ৩টি উপজেলা নিয়ে একজন করে সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন।
জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, আইনে রয়েছে সরকারি কর্মকর্তা অথবা যেকোনো যোগ্য ব্যক্তিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া যাবে। তিনি আশা করছেন শিগগির একজন যোগ্য প্রশাসক দায়িত্ব পাবেন।
জানা গেছে, বরিশাল জেলা পরিষদের প্রশাসকের সম্ভাব্য তালিকায় রয়েছেন, সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, সেরনিয়াবাত পরিবারের সদস্য খোকন সেরনিয়াবাত, বিএম কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, যুবলীগ নেতা খান মামুন, সদ্যবিদায়ী চেয়ারম্যান মো. মইদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও একজন সরকারি কর্মকর্তার নামও শোনা যাচ্ছে।
এদিকে প্রশাসক হতে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে তদবির ও লবিং করছেন। কেউ ছুটছেন বর্ষীয়ান নেতাদের কাছে, কেউ আবার মন্ত্রী-সাংসদদের কাছে। তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবার করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না থাকায় এই তদবির কতটা কাজে আসবে, তা নিয়ে সংশয়ে সবাই। সূত্র জানায়, দুর্নীতি অনিয়মে জড়িত, দলীয় কর্মকাণ্ডে না থাকা বিতর্কিতদের ফাইল তদবির হলেও প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশের আগে বাদ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক আলতাফ হোসেন ভুলু বলেন, শোনা যায় ঈদের আগেই প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে। নেত্রী দায়িত্ব দিলে তো কাজ করবেনই। কিন্তু করোনার কারণে নেত্রী সাক্ষাৎ দেন না। যে কারণে কে হবেন প্রশাসক তা বলা মুশকিল।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, অভিজ্ঞতা, যোগ্যতার বিচারে ও মা-মাটির মানুষ হিসেবে তাঁকে সরকার দায়িত্ব দিলে তিনি তা পালন করবেন। যুবলীগ নেতা খান মামুন অবশ্য বলেছেন, তাঁর আগ্রহ নেই।
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আমাদের ত্যাগ সম্পর্কে দলের জানা আছে। নেত্রী যাকে ভালো মনে করবেন, তাঁকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে।’
সারা দেশের মতো বরিশাল জেলা পরিষদও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে ঈদের আগেই সরকার নিয়োগ দিচ্ছে একজন প্রশাসক। এদিকে বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাফ ডজনেরও বেশি আওয়ামী লীগ নেতার নাম শোনা যাচ্ছে। এই তালিকায় সাবেক সাংসদ, প্রশাসক, ছাত্রনেতা, ব্যবসায়ী এমনকি আইনজীবীও রয়েছেন।
সম্ভাব্য প্রার্থীরা নিজেদের যোগ্য মনে করলেও কে হচ্ছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে একটি দায়িত্বশীল সূত্রমতে তদবিরের বিতর্কিত ফাইল এবার প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশের আগেই ঝেড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলা পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব বলেন, সম্ভবত সরকার দ্রুত প্রশাসক নিয়োগ দিচ্ছে। যিনি দায়িত্ব পাবেন, তিনি ১৮০ দিনের জন্য নির্বাচনকালীন প্রশাসক হবেন।
জানা গেছে, গত রোববার বরিশাল জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে। জেলা পরিষদের তথ্যমতে, ২৯ জানুয়ারি বরিশাল জেলা পরিষদের মেয়াদ শেষ হয়। সম্প্রতি সংসদে আইন পাস করে প্রশাসক নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। আইন অনুযায়ী নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি প্রতিটি উপজেলা থেকে একজন করে সদস্য নির্বাচিত হবেন। এ ছাড়া ৩টি উপজেলা নিয়ে একজন করে সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন।
জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, আইনে রয়েছে সরকারি কর্মকর্তা অথবা যেকোনো যোগ্য ব্যক্তিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া যাবে। তিনি আশা করছেন শিগগির একজন যোগ্য প্রশাসক দায়িত্ব পাবেন।
জানা গেছে, বরিশাল জেলা পরিষদের প্রশাসকের সম্ভাব্য তালিকায় রয়েছেন, সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, সেরনিয়াবাত পরিবারের সদস্য খোকন সেরনিয়াবাত, বিএম কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন, নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, যুবলীগ নেতা খান মামুন, সদ্যবিদায়ী চেয়ারম্যান মো. মইদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও একজন সরকারি কর্মকর্তার নামও শোনা যাচ্ছে।
এদিকে প্রশাসক হতে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে তদবির ও লবিং করছেন। কেউ ছুটছেন বর্ষীয়ান নেতাদের কাছে, কেউ আবার মন্ত্রী-সাংসদদের কাছে। তবে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবার করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না থাকায় এই তদবির কতটা কাজে আসবে, তা নিয়ে সংশয়ে সবাই। সূত্র জানায়, দুর্নীতি অনিয়মে জড়িত, দলীয় কর্মকাণ্ডে না থাকা বিতর্কিতদের ফাইল তদবির হলেও প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশের আগে বাদ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক আলতাফ হোসেন ভুলু বলেন, শোনা যায় ঈদের আগেই প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে। নেত্রী দায়িত্ব দিলে তো কাজ করবেনই। কিন্তু করোনার কারণে নেত্রী সাক্ষাৎ দেন না। যে কারণে কে হবেন প্রশাসক তা বলা মুশকিল।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, অভিজ্ঞতা, যোগ্যতার বিচারে ও মা-মাটির মানুষ হিসেবে তাঁকে সরকার দায়িত্ব দিলে তিনি তা পালন করবেন। যুবলীগ নেতা খান মামুন অবশ্য বলেছেন, তাঁর আগ্রহ নেই।
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আমাদের ত্যাগ সম্পর্কে দলের জানা আছে। নেত্রী যাকে ভালো মনে করবেন, তাঁকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে