বিনোদন প্রতিবেদক, ঢাকা
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নিরব হোসেন বড় পর্দায় যাত্রা শুরু করেন ২০০৯ সালে। ১৪ বছর ধরে নিয়মিত কাজ করে যাচ্ছেন বড় পর্দায়। ১৬ জুন মুক্তি পাচ্ছে নিরবের নতুন সিনেমা ‘ফিরে দেখা’। এতে তাঁর বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী রোজিনা। এটি রোজিনা পরিচালিত প্রথম সিনেমা।
‘ফিরে দেখা’ নিয়ে নিরব বলেন, ‘ফিরে দেখা মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্প। একে তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গল্প, রোজিনা আপার প্রথম সিনেমা, এ ছাড়া শুটিং হয়েছে রাজবাড়ীতে। সেখানে আমার অনেক স্মৃতি। সব মিলিয়ে সিনেমাটির প্রতি অনেক আগ্রহ ছিল। কাজ করেও খুব ভালো লেগেছে। আমার চরিত্রের নাম আমিন। আমি রোজিনা আপার ছোট ভাই, যে পড়ালেখা করে। দেশের স্বার্থে ছেলেটি মুক্তিযুদ্ধে অংশ নেয়।’
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নিরব বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলো আমরা সঠিকভাবে দেখাতে পারি না। বাজেটসহ অনেক সীমাবদ্ধতা আছে। চাইলেই তো ৫২ বছর আগে ফেরত যাওয়া যায় না। তবে রোজিনা আপা থেকে শুরু করে ইউনিটের সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। সিনেমার গানগুলো শ্রুতিমধুর হয়েছে।’
এদিকে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে নিরবের ‘ক্যাসিনো’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে নিরবের সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকে। বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। প্রকাশ পাওয়ার পর থেকে টিজারটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে নিরব বলেন, ‘ক্যাসিনো রিলেটেড একটি গল্প। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়—সব ক্ষেত্রেই প্রত্যেকের প্রচেষ্টা বেশি ছিল। একটি ভালো সিনেমা নির্মাণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই নেমেছিলেন পরিচালক। আমরা যখন কাজটি করছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে যাচ্ছে। টিজার রিলিজের পর কিছুটা টের পেলাম। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। বেশির ভাগ দর্শক মন্তব্য করে তাঁদের ভালো লাগা প্রকাশ করছেন। কেউ কেউ লিখেছেন নিরবের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে ক্যাসিনো।’
কোরবানির ঈদে প্রায় ১০টির মতো সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে নিজের সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না জানতে চাইলে নিরব বলেন, ‘এবার ঈদে শাকিব ভাইয়ের সিনেমাসহ বেশ কিছু ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। তবে ক্যাসিনো নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। অন্য সিনেমার সঙ্গে ফাইট করার মতো কিছু আছে বলেই ক্যাসিনো ঈদে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ক্যাসিনোর গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা নিরব হোসেন বড় পর্দায় যাত্রা শুরু করেন ২০০৯ সালে। ১৪ বছর ধরে নিয়মিত কাজ করে যাচ্ছেন বড় পর্দায়। ১৬ জুন মুক্তি পাচ্ছে নিরবের নতুন সিনেমা ‘ফিরে দেখা’। এতে তাঁর বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী রোজিনা। এটি রোজিনা পরিচালিত প্রথম সিনেমা।
‘ফিরে দেখা’ নিয়ে নিরব বলেন, ‘ফিরে দেখা মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্প। একে তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গল্প, রোজিনা আপার প্রথম সিনেমা, এ ছাড়া শুটিং হয়েছে রাজবাড়ীতে। সেখানে আমার অনেক স্মৃতি। সব মিলিয়ে সিনেমাটির প্রতি অনেক আগ্রহ ছিল। কাজ করেও খুব ভালো লেগেছে। আমার চরিত্রের নাম আমিন। আমি রোজিনা আপার ছোট ভাই, যে পড়ালেখা করে। দেশের স্বার্থে ছেলেটি মুক্তিযুদ্ধে অংশ নেয়।’
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নিরব বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলো আমরা সঠিকভাবে দেখাতে পারি না। বাজেটসহ অনেক সীমাবদ্ধতা আছে। চাইলেই তো ৫২ বছর আগে ফেরত যাওয়া যায় না। তবে রোজিনা আপা থেকে শুরু করে ইউনিটের সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। সিনেমার গানগুলো শ্রুতিমধুর হয়েছে।’
এদিকে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে নিরবের ‘ক্যাসিনো’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে নিরবের সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকে। বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। প্রকাশ পাওয়ার পর থেকে টিজারটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে নিরব বলেন, ‘ক্যাসিনো রিলেটেড একটি গল্প। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়—সব ক্ষেত্রেই প্রত্যেকের প্রচেষ্টা বেশি ছিল। একটি ভালো সিনেমা নির্মাণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই নেমেছিলেন পরিচালক। আমরা যখন কাজটি করছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে যাচ্ছে। টিজার রিলিজের পর কিছুটা টের পেলাম। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। বেশির ভাগ দর্শক মন্তব্য করে তাঁদের ভালো লাগা প্রকাশ করছেন। কেউ কেউ লিখেছেন নিরবের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে ক্যাসিনো।’
কোরবানির ঈদে প্রায় ১০টির মতো সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে নিজের সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না জানতে চাইলে নিরব বলেন, ‘এবার ঈদে শাকিব ভাইয়ের সিনেমাসহ বেশ কিছু ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। তবে ক্যাসিনো নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। অন্য সিনেমার সঙ্গে ফাইট করার মতো কিছু আছে বলেই ক্যাসিনো ঈদে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ক্যাসিনোর গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে