সব দায় মাথা পেতে নিচ্ছেন এনরিকে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো।

২০১০ বিশ্বকাপজয়ীরা এবারও বিদায় নিল দ্বিতীয় রাউন্ড থেকে। দলের এই ব্যর্থতায় সব দায় মাথা পেতে নিচ্ছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

আল রাইয়ানে গত রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পর গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় স্পেনকে ৩–০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। স্পেনের আরেকটি ব্যর্থ অভিযানের ব্যাখ্যায় এনরিকে বলেছেন, ‘খেলায় আমরাই দাপট দেখিয়েছিলাম। আরও 
সুযোগ তৈরি করতে পারলে ভালো হতো। কিন্তু এটা কঠিন ছিল। আমরা ১১ বার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু একটা গোল মুখে ছিল। (পাবলো) সারাবিয়া পোস্টে মেরেছে।

পেনাল্টি আমাদের পক্ষে ছিল না।’ এ ব্যর্থতার পরও দলকে নিয়ে গর্বিত এনরিকে। ম্যাচের পর বলছিলেন, ‘দলকে নিয়ে আমি গর্বিত। সব দায় আমার।

আমিই ঠিক করেছিলাম প্রথম তিন পেনাল্টি নেওয়া খেলোয়াড়কে। বুনু দুর্দান্ত এক গোলরক্ষক। সে (গতকাল) আজ দুর্দান্ত ছিল।’

স্পেনের আরেকটি ব্যর্থ বিশ্বকাপ নিয়ে দলের অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুসকেটস বলছেন, ‘ইটস আ শেম। পেনাল্টির মাধ্যমে ফল নির্ধারণ হয়েছে, যেটি ছিল সবচেয়ে নিষ্ঠুর পথ। কঠিন এক ম্যাচ ছিল।’

স্পেনের হতাশার রাতে মরক্কোর ইতিহাস রচনায় যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মরক্কান গোলরক্ষক বুনু ভেসে যাচ্ছেন উচ্ছ্বাসে। ম্যাচের পর বললেন, ‘আমি খুব খুশি। দল দুর্দান্ত খেলেছে। সব খেলোয়াড় অসাধারণ খেলেছে।’

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে চ্যালেঞ্জ জানাতে গত রাতে পর্তুগাল কতটা দুর্দান্ত খেলেছে, সেটা তো জেনেই গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত