করোনা রোগীর চিকিৎসায় প্রস্তুত ২১৯ শয্যা

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪: ৪২
Thumbnail image

করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ৭৯টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া জেলার বাকি ৭ উপজেলাতে ২০টি করে আরও ১৪০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট ২১৯ শয্যা প্রস্তুত রয়েছে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য।

যশোরের সিভিল সার্জন ও সদর হাসপাতাল সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এ দিকে চিকিৎসাসেবায় ব্যবহৃত ওষুধ ও অক্সিজেনেরও কোনো সংকট নেই বলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের রেড জোনে ৪৬টি ও ইয়েলো জোনে ৩০টি শয্যা প্রস্তুত রয়েছে। এ ছাড়া করোনা রোগীর উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে তিনটি শয্যা খালি করা হয়েছে। সব মিলিয়ে ৭৯ শয্যা প্রস্তুত রয়েছে। হাসপাতালে বর্তমানে অক্সিজেনেরও কোনো সংকট নেই।’

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘সদর হাসপাতাল ছাড়াও জেলার বাকি ৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে শয্যা প্রস্তুত করা হয়েছে। এসব স্বাস্থ্য কমপ্লেক্সে সব মিলিয়ে ১৪০ জন করোনা রোগীকে চিকিৎসাসেবা দেওয়া যাবে।’

সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আরও বলেন, ‘যদি সংক্রমণ বড়ে যায়, তাহলে সদর হাসপাতালের পৃথক ওয়ার্ডে শয্যা বাড়ানো হবে। এ ছাড়াও রয়েছে বক্ষব্যাধি হাসপাতাল। পরিস্থিতি সংকটাপন্ন হলে বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে রোগীর সেবা দেওয়া হবে।’

চলতি মাসের ১২ তারিখে সংক্রমণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ হিসেবে যশোরকে ইয়েলো জোন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১৯ জানুয়ারি রেড জোন ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত