শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনের (২১) মরদেহ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ইজিবাইক চালক আলামিন (ইজিবাইকসহ) গত বৃহস্পতিবার রাত ৮টার পর নিখোঁজ হন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পাশ থেকে আলামিনের ব্যাটারিহীন ইজিবাইক উদ্ধার হয়। গত শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া থানা-পুলিশ ইজিবাইক চালক আলামিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকার রাস্তার পাশে বাগান থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলামিন আট মাস আগে বিয়ে করেছেন। আলামিনের পিতা (মোস্তাফিজুর) দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান আলামিন । দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে।
হরিশপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁকে হত্যা করল কেন? আর ইজিবাইক ছিনতাই করলেও ইজিবাইক ফেলে রেখে গেল কেন? বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে।’
আলামিনের মা রেখা বেগম অভিযোগের সুরে বলেন, ‘আলামিনের বাড়িতে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। আলামিনের সৎমা হালিমা সব জমি আত্মসাৎ ও আলামিনের বাবার পরিবারে ফিরে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে পারে। কারণ সবকিছুরই বাধা ছিল আমার ছেলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ছেলের খুনিদের বিচার চাই।’
মুস্তাফিজুর রহমান (আলামিনের পিতা) বলেন, ‘আলামিনই পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল। ইজিবাইক নিবে নিক, আমার ছেলেকে কেন মারল? ইজিবাইক নিয়ে যাবি যা, আমার ছেলের জীবনটা কেন নিলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’
আলামিনের স্ত্রী পিন্জীরা বেগম বলেন, ‘আমার কারোর প্রতি সন্দেহ নেই। আমার স্বামীর খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, শালিখার ইজিবাইক চালক হত্যার তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনের (২১) মরদেহ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ইজিবাইক চালক আলামিন (ইজিবাইকসহ) গত বৃহস্পতিবার রাত ৮টার পর নিখোঁজ হন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পাশ থেকে আলামিনের ব্যাটারিহীন ইজিবাইক উদ্ধার হয়। গত শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া থানা-পুলিশ ইজিবাইক চালক আলামিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকার রাস্তার পাশে বাগান থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলামিন আট মাস আগে বিয়ে করেছেন। আলামিনের পিতা (মোস্তাফিজুর) দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান আলামিন । দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে।
হরিশপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁকে হত্যা করল কেন? আর ইজিবাইক ছিনতাই করলেও ইজিবাইক ফেলে রেখে গেল কেন? বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে।’
আলামিনের মা রেখা বেগম অভিযোগের সুরে বলেন, ‘আলামিনের বাড়িতে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। আলামিনের সৎমা হালিমা সব জমি আত্মসাৎ ও আলামিনের বাবার পরিবারে ফিরে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে পারে। কারণ সবকিছুরই বাধা ছিল আমার ছেলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ছেলের খুনিদের বিচার চাই।’
মুস্তাফিজুর রহমান (আলামিনের পিতা) বলেন, ‘আলামিনই পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল। ইজিবাইক নিবে নিক, আমার ছেলেকে কেন মারল? ইজিবাইক নিয়ে যাবি যা, আমার ছেলের জীবনটা কেন নিলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’
আলামিনের স্ত্রী পিন্জীরা বেগম বলেন, ‘আমার কারোর প্রতি সন্দেহ নেই। আমার স্বামীর খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, শালিখার ইজিবাইক চালক হত্যার তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে