রাহুল শর্মা, ঢাকা
মাধ্যমিকের অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে দুর্বলতা কাটছেই না। এ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী প্রায় এক-তৃতীয়াংশ। বাংলায় অকৃতকার্যও কম নয়, ১৭ শতাংশের বেশি। প্রাইভেট পড়ায় নির্ভরতা বাড়লেও করোনা মহামারি-পরবর্তী বিদ্যালয়ে শিখন ঘাটতি কমেনি। বাড়েনি শিখন দক্ষতাও। শিক্ষার্থীদের একটি বড় অংশ শ্রেণিকক্ষে পড়া বুঝতেই পারছে না।
শিক্ষাবিদেরা বলছেন, দীর্ঘদিন ক্লাস না হওয়ায় ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি আরও বেড়েছে। তবে শিক্ষকেরা এ জন্য দায় দিয়েছেন অভিভাবকদের। আর অভিভাবকেরা বলছেন, করোনাকালে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের মোবাইল ফোন-কম্পিউটারে আসক্ত করেছে।
প্রধান তিনটি (বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এই হাল উঠে এসেছে বিদ্যালয়ে শিক্ষা নিয়ে এক গবেষণা জরিপের প্রাথমিক ফলাফলে। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বিদ্যালয়ে সরাসরি পাঠদান শুরু হয়। এই গবেষণাও করা হয় ২০২২ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শ্রেণিকক্ষে পাঠদান মূল্যায়ন করে। গবেষণায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় অভিন্ন দুর্বলতা উঠে এসেছে। ২০২০ সালে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরের ক্লাসে ওঠানো হলেও ২০২১ সালে প্রধান তিন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছিল।
করোনা-পরবর্তী সময়ে পাঠদান স্বাভাবিক হলেও শিখন প্রক্রিয়ায় দীর্ঘ বন্ধের প্রভাব নিরূপণে এই জরিপ চালানো হয়। এর শিরোনাম ‘এডুকেশন ওয়াচ স্টাডি-২০২২-পোস্ট প্যানডেমিক রিকভারি অ্যান্ড রিনিউয়াল অব স্কুল এডুকেশন।’
জরিপটি পরিচালনা করে বেসরকারি সংস্থা (এনজিও) গণসাক্ষরতা অভিযান। এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই গবেষণা জরিপে অংশ নেয় ৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্ট ও এনজিও কর্মকর্তা। এর মধ্যে চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ৩ হাজার ৮২১ জন। তাদের মধ্যে অষ্টম ও নবম শ্রেণির ২ হাজার ৬৭০ জন। দেশের ৮ বিভাগের ৮ জেলা, ২৪ উপজেলা ও ৩ সিটি করপোরেশনে ৭২টি গুচ্ছে জরিপ পরিচালনা করা হয়। জরিপের অস্থায়ী ফলাফলের ওপর মতামত দিতে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদের পাঠানো হয়েছে। এর একটি কপি আজকের পত্রিকা পেয়েছে।
জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক বলেন, গণসাক্ষরতা অভিযান প্রতিবছরই একটি জরিপ চালায়। এবারও করেছে। এটি এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এক-তৃতীয়াংশই ফেল
এই গবেষণা জরিপে দেখা গেছে, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশই ইংরেজি ও গণিতে ফেল করেছে। অষ্টম শ্রেণিতে ইংরেজিতে ফেল
করেছে ৩৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। গণিতে ফেল করেছে ৩৪ শতাংশ। আর বাংলায় ফেল ১৮ শতাংশ। নবম শ্রেণিতে ইংরেজিতে পাস করেনি ২৮ দশমিক ৩ শতাংশ। গণিতে পাস নম্বর পেতে ব্যর্থ ৩৪ দশমিক ১ শতাংশ। আর বাংলায় ফেল করেছে ১৬ দশমিক ৩ শতাংশ।
এ দুই শ্রেণিতে প্রধান তিন বিষয়ে অকৃতকার্য সবচেয়ে কম যশোর জেলায়—৯ দশমিক ৫ শতাংশ। তবে যশোরের ছয় গুণ বেশি হবিগঞ্জে—৫৭ দশমিক ১ শতাংশ। এ ছাড়া রাজশাহীতে ৪৬ দশমিক ৪, গাইবান্ধায় ২৮ দশমিক ৪, ভোলায় ২৫ দশমিক ৪, চট্টগ্রামে ২৪ দশমিক ৮, নেত্রকোনায় ১৫ দশমিক ৬ এবং ঢাকায় ১৫ দশমিক ৫ শতাংশ। গবেষণায় বলা হয়েছে, মাধ্যমিক স্তরে দ্রুত শিখন কার্যক্রমের ফলে অষ্টম শ্রেণির সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষা নিয়েও এক-তৃতীয়াংশ ফেল করেছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে শিখন ঘাটতি হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীর ইংরেজি ও গণিতে সাধারণত ভীতি রয়েছে। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় এ দুই বিষয়ে শিখন ঘাটতি আরও বেড়েছে। এ রকম যে হবে, তা আগেই ধারণা ছিল।
কমেছে শিখন দক্ষতা
জরিপে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকেরা বলেছেন, করোনার আগে শিক্ষার্থীদের শিখন দক্ষতা ছিল ৮ দশমিক ১৪ শতাংশ (শিখন দক্ষতার মান ১ থেকে ১০ স্কেল)। তবে করোনার পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু হলেও শিখন দক্ষতা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিখন ঘাটতি হয়েছে বলে মনে করেন মাধ্যমিকের ৯৬ দশমিক ৭৩ শতাংশ এবং প্রাথমিকের ৯৮ দশমিক ২৬ শতাংশ শিক্ষক।
তবে শিক্ষামন্ত্রী দীপু মনি গত ১৯ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, শিখন ঘাটতি বাড়েনি, যা ছিল তা-ই আছে।
গবেষণায় উঠে এসেছে, পরের ক্লাসে উত্তীর্ণ প্রাথমিকের ২৫ দশমিক ৩ শতাংশ এবং মাধ্যমিকের ৪০ শতাংশ ছাত্র পড়া একদমই বুঝতে পারছে না। একাংশ কঠিন মনে করে। আর প্রাথমিকের ২১ দশমিক ৮ শতাংশ এবং মাধ্যমিকের ২৯ শতাংশ ছাত্রী পড়া একদমই বুঝতে পারছে না। কঠিন মনে করে একাংশ।
প্রাইভেট পড়ায় নির্ভরতা
শিখন ঘাটতি কাটাতে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীল ছিল বলে জরিপে উঠে এসেছে। শহর এলাকায় এই নির্ভরতার হার ৯১ দশমিক ৪ শতাংশ। গ্রামে ৮৮ শতাংশ। শহরের উপকণ্ঠে ৮৭ দশমিক ৬ শতাংশ। ঢাকা মহানগরে ৭৩ দশমিক ৬ শতাংশ। ঘাটতি কাটাতে শিক্ষার্থীদের প্রাইভেটের পেছনে ব্যয় বেড়েছে। ২০২২ সালের প্রথম ৯ মাসে এই ব্যয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫০০ টাকা থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত।
শিখন ঘাটতির কারণ
শিক্ষার্থীদের শিখন ঘাটতির জন্য জরিপে অংশ নেওয়া শিক্ষকদের ৯০ দশমিক ৯৫ শতাংশই দায় দিয়েছেন পরিবারের দায়িত্বহীনতাকে। পরিবার ও শিক্ষার্থীর মনোযোগ না থাকার কথা বলেছেন ৮৩ দশমিক ৫ শতাংশ শিক্ষক। শিখন ঘাটতির অন্য কারণগুলোর মধ্যে রয়েছে ক্লাস করলেও পড়া বুঝতে না পারা, শিক্ষকদের কম সময় দেওয়া ইত্যাদি। শিক্ষকেরা শিক্ষার্থীর পড়াশোনার ব্যাপারে অভিভাবকদের আরও সম্পৃক্ত হতে বলেছেন।
এদিকে অভিভাবকেরা শিখন ঘাটতি কাটাতে শিক্ষক নিয়োগ এবং আরও শিক্ষকের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদও দিয়েছেন তাঁরা।
শিখন ঘাটতি মোকাবিলায় গবেষণায় বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে দুপুরের খাবারের ব্যবস্থা করা, দরিদ্র শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা, পড়াশোনাকে আনন্দদায়ক করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় বেশ কয়েক মাস অনলাইনে ক্লাস হয়। শিক্ষার্থীরা কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহার করে এসব ক্লাস করে। গবেষণা বলছে, এসব ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। অভিভাবকেরা মনে করেন, ২৬ শতাংশ শিক্ষার্থী কম্পিউটারে এবং ৭৪ শতাংশ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। ৮৬ শতাংশ অভিভাবক বলছেন, ১ থেকে ২ ঘণ্টা ডিজিটাল ডিভাইসে সময় ব্যয় করছে শিক্ষার্থীরা।
শিখন ঘাটতির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান।
একই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, করোনার দুই থেকে আড়াই বছরে শিখন ঘাটতি হয়েছে, এটি সত্য। এ সমস্যা কাটিয়ে উঠতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাধ্যমিকের অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে দুর্বলতা কাটছেই না। এ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী প্রায় এক-তৃতীয়াংশ। বাংলায় অকৃতকার্যও কম নয়, ১৭ শতাংশের বেশি। প্রাইভেট পড়ায় নির্ভরতা বাড়লেও করোনা মহামারি-পরবর্তী বিদ্যালয়ে শিখন ঘাটতি কমেনি। বাড়েনি শিখন দক্ষতাও। শিক্ষার্থীদের একটি বড় অংশ শ্রেণিকক্ষে পড়া বুঝতেই পারছে না।
শিক্ষাবিদেরা বলছেন, দীর্ঘদিন ক্লাস না হওয়ায় ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি আরও বেড়েছে। তবে শিক্ষকেরা এ জন্য দায় দিয়েছেন অভিভাবকদের। আর অভিভাবকেরা বলছেন, করোনাকালে অনলাইন ক্লাস শিক্ষার্থীদের মোবাইল ফোন-কম্পিউটারে আসক্ত করেছে।
প্রধান তিনটি (বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এই হাল উঠে এসেছে বিদ্যালয়ে শিক্ষা নিয়ে এক গবেষণা জরিপের প্রাথমিক ফলাফলে। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বিদ্যালয়ে সরাসরি পাঠদান শুরু হয়। এই গবেষণাও করা হয় ২০২২ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শ্রেণিকক্ষে পাঠদান মূল্যায়ন করে। গবেষণায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় অভিন্ন দুর্বলতা উঠে এসেছে। ২০২০ সালে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরের ক্লাসে ওঠানো হলেও ২০২১ সালে প্রধান তিন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়েছিল।
করোনা-পরবর্তী সময়ে পাঠদান স্বাভাবিক হলেও শিখন প্রক্রিয়ায় দীর্ঘ বন্ধের প্রভাব নিরূপণে এই জরিপ চালানো হয়। এর শিরোনাম ‘এডুকেশন ওয়াচ স্টাডি-২০২২-পোস্ট প্যানডেমিক রিকভারি অ্যান্ড রিনিউয়াল অব স্কুল এডুকেশন।’
জরিপটি পরিচালনা করে বেসরকারি সংস্থা (এনজিও) গণসাক্ষরতা অভিযান। এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই গবেষণা জরিপে অংশ নেয় ৫ হাজার ৬৯২ জন শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্ট ও এনজিও কর্মকর্তা। এর মধ্যে চতুর্থ, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ৩ হাজার ৮২১ জন। তাদের মধ্যে অষ্টম ও নবম শ্রেণির ২ হাজার ৬৭০ জন। দেশের ৮ বিভাগের ৮ জেলা, ২৪ উপজেলা ও ৩ সিটি করপোরেশনে ৭২টি গুচ্ছে জরিপ পরিচালনা করা হয়। জরিপের অস্থায়ী ফলাফলের ওপর মতামত দিতে শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদের পাঠানো হয়েছে। এর একটি কপি আজকের পত্রিকা পেয়েছে।
জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক বলেন, গণসাক্ষরতা অভিযান প্রতিবছরই একটি জরিপ চালায়। এবারও করেছে। এটি এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এক-তৃতীয়াংশই ফেল
এই গবেষণা জরিপে দেখা গেছে, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশই ইংরেজি ও গণিতে ফেল করেছে। অষ্টম শ্রেণিতে ইংরেজিতে ফেল
করেছে ৩৪ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। গণিতে ফেল করেছে ৩৪ শতাংশ। আর বাংলায় ফেল ১৮ শতাংশ। নবম শ্রেণিতে ইংরেজিতে পাস করেনি ২৮ দশমিক ৩ শতাংশ। গণিতে পাস নম্বর পেতে ব্যর্থ ৩৪ দশমিক ১ শতাংশ। আর বাংলায় ফেল করেছে ১৬ দশমিক ৩ শতাংশ।
এ দুই শ্রেণিতে প্রধান তিন বিষয়ে অকৃতকার্য সবচেয়ে কম যশোর জেলায়—৯ দশমিক ৫ শতাংশ। তবে যশোরের ছয় গুণ বেশি হবিগঞ্জে—৫৭ দশমিক ১ শতাংশ। এ ছাড়া রাজশাহীতে ৪৬ দশমিক ৪, গাইবান্ধায় ২৮ দশমিক ৪, ভোলায় ২৫ দশমিক ৪, চট্টগ্রামে ২৪ দশমিক ৮, নেত্রকোনায় ১৫ দশমিক ৬ এবং ঢাকায় ১৫ দশমিক ৫ শতাংশ। গবেষণায় বলা হয়েছে, মাধ্যমিক স্তরে দ্রুত শিখন কার্যক্রমের ফলে অষ্টম শ্রেণির সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষা নিয়েও এক-তৃতীয়াংশ ফেল করেছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, করোনাকালে শিখন ঘাটতি হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীর ইংরেজি ও গণিতে সাধারণত ভীতি রয়েছে। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় এ দুই বিষয়ে শিখন ঘাটতি আরও বেড়েছে। এ রকম যে হবে, তা আগেই ধারণা ছিল।
কমেছে শিখন দক্ষতা
জরিপে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকেরা বলেছেন, করোনার আগে শিক্ষার্থীদের শিখন দক্ষতা ছিল ৮ দশমিক ১৪ শতাংশ (শিখন দক্ষতার মান ১ থেকে ১০ স্কেল)। তবে করোনার পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু হলেও শিখন দক্ষতা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিখন ঘাটতি হয়েছে বলে মনে করেন মাধ্যমিকের ৯৬ দশমিক ৭৩ শতাংশ এবং প্রাথমিকের ৯৮ দশমিক ২৬ শতাংশ শিক্ষক।
তবে শিক্ষামন্ত্রী দীপু মনি গত ১৯ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, শিখন ঘাটতি বাড়েনি, যা ছিল তা-ই আছে।
গবেষণায় উঠে এসেছে, পরের ক্লাসে উত্তীর্ণ প্রাথমিকের ২৫ দশমিক ৩ শতাংশ এবং মাধ্যমিকের ৪০ শতাংশ ছাত্র পড়া একদমই বুঝতে পারছে না। একাংশ কঠিন মনে করে। আর প্রাথমিকের ২১ দশমিক ৮ শতাংশ এবং মাধ্যমিকের ২৯ শতাংশ ছাত্রী পড়া একদমই বুঝতে পারছে না। কঠিন মনে করে একাংশ।
প্রাইভেট পড়ায় নির্ভরতা
শিখন ঘাটতি কাটাতে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীল ছিল বলে জরিপে উঠে এসেছে। শহর এলাকায় এই নির্ভরতার হার ৯১ দশমিক ৪ শতাংশ। গ্রামে ৮৮ শতাংশ। শহরের উপকণ্ঠে ৮৭ দশমিক ৬ শতাংশ। ঢাকা মহানগরে ৭৩ দশমিক ৬ শতাংশ। ঘাটতি কাটাতে শিক্ষার্থীদের প্রাইভেটের পেছনে ব্যয় বেড়েছে। ২০২২ সালের প্রথম ৯ মাসে এই ব্যয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫০০ টাকা থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত।
শিখন ঘাটতির কারণ
শিক্ষার্থীদের শিখন ঘাটতির জন্য জরিপে অংশ নেওয়া শিক্ষকদের ৯০ দশমিক ৯৫ শতাংশই দায় দিয়েছেন পরিবারের দায়িত্বহীনতাকে। পরিবার ও শিক্ষার্থীর মনোযোগ না থাকার কথা বলেছেন ৮৩ দশমিক ৫ শতাংশ শিক্ষক। শিখন ঘাটতির অন্য কারণগুলোর মধ্যে রয়েছে ক্লাস করলেও পড়া বুঝতে না পারা, শিক্ষকদের কম সময় দেওয়া ইত্যাদি। শিক্ষকেরা শিক্ষার্থীর পড়াশোনার ব্যাপারে অভিভাবকদের আরও সম্পৃক্ত হতে বলেছেন।
এদিকে অভিভাবকেরা শিখন ঘাটতি কাটাতে শিক্ষক নিয়োগ এবং আরও শিক্ষকের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদও দিয়েছেন তাঁরা।
শিখন ঘাটতি মোকাবিলায় গবেষণায় বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে দুপুরের খাবারের ব্যবস্থা করা, দরিদ্র শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা, পড়াশোনাকে আনন্দদায়ক করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় বেশ কয়েক মাস অনলাইনে ক্লাস হয়। শিক্ষার্থীরা কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহার করে এসব ক্লাস করে। গবেষণা বলছে, এসব ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। অভিভাবকেরা মনে করেন, ২৬ শতাংশ শিক্ষার্থী কম্পিউটারে এবং ৭৪ শতাংশ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। ৮৬ শতাংশ অভিভাবক বলছেন, ১ থেকে ২ ঘণ্টা ডিজিটাল ডিভাইসে সময় ব্যয় করছে শিক্ষার্থীরা।
শিখন ঘাটতির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান।
একই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, করোনার দুই থেকে আড়াই বছরে শিখন ঘাটতি হয়েছে, এটি সত্য। এ সমস্যা কাটিয়ে উঠতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে