এক ছাদের নিচে সব সেবা, উদ্বোধন আজ

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫: ১০

প্রশাসনিক সেবা পেতে আর বিভিন্ন স্থানে দৌড়াতে হবে না রংপুর বিভাগের সেবাপ্রার্থীদের। এখন থেকে এক ভবনেই মিলবে সব ধরনের সেবা।

দেশের আট বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় সদর দপ্তর পেতে যাচ্ছে রংপুর। আজ রোববার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর হাজিরহাট রেডিও সেন্টারের পাশে সদর দপ্তর ভবনটি এখন পুরো প্রস্তুত।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর রংপুর রেডিও সেন্টারের অধিগ্রহণ করা জমির ওপর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। ২০১৩ সালের ৭ এপ্রিল ১৫ একর জমি অধিগ্রহণের দলিল সম্পাদিত হয় এবং ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগীয় সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জুলাই সদর দপ্তর ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর দপ্তর নির্মাণে ৯২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও খরচ হয়েছে ৮৯ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩০ জুন। তবে নকশা পরিবর্তন ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২১ সালের ৩০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়েছে।

সদর দপ্তরে যা থাকবে
বিভাগীয় কমিশনার কার্যালয় জানিয়েছে, ভবনটির প্রথম তলায় থাকবে ব্যাংক, পোস্ট অফিস, রিসেপশন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়। দ্বিতীয় তলায় আছে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মাল্টিপারপাস হল রুম।

তৃতীয় তলায় থাকবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালকের কার্যালয়, চতুর্থ তলায় পুলিশের রংপুর ডিআইজির কার্যালয়, পঞ্চম তলায় উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড।

ষষ্ঠ তলায় থাকবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়, সপ্তম তলায় যুগ্ম নিবন্ধক ও বিভাগীয় সমবায়ের কার্যালয় এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।

অষ্টম তলায় থাকবে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, নবম তলায় মাল্টিপারপাস হল রুম, মিটিং রুম, ট্রেনিং সেন্টার, ক্লাস রুম, ক্যানটিন, ক্যাফে কর্নার এবং দশম তলায় থাকবে সেমিনার রুম লাইব্রেরি, আর্কাইভ ও মিটিং রুম।

গণপূর্ত অধিদপ্তর রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অত্যাধুনিক এ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন পুরো ভবন প্রস্তুত। ভবন নির্মাণে আড়াই কোটি টাকা অবশিষ্ট থাকায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, এটি দেশের প্রথম বিভাগীয় সদর দপ্তর। অত্যাধুনিক ১০ তলাবিশিষ্ট এ ভবনে এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস থাকবে। এতে করে সাধারণ মানুষ যাঁরা সেবাপ্রত্যাশী, তাঁরা এক ছাদের নিচে সেবা পাবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত