কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম খাঁ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই গ্রামের আবুল কাশেম খাঁর মেয়ে নাজমা বেগম ও স্কুলপড়ুয়া নাতি নাজমুল হাসান বাড়ির পেছনের উঠানে (খলা) ধান শুকাতে যায়। এতে কাশেমের চাচাতো ভাই সাদেক খাঁ ও তাঁর ছেলে মনির খাঁসহ অন্যরা বাধা দেয় এবং তাদের মারধর করে। একপর্যায়ে কাশেম খাঁ এগিয়ে গেলে সাদেক খাঁ, মনির খাঁ এবং ভাতিজা সম্পর্কিয় দিদার খাঁসহ অন্যরা কাশেম খাঁকে কিল-ঘুষি মারে। এ ছাড়া তাঁকে লাঠি দিয়েও আঘাত করা হয়। এতে আবুল কাশেম খাঁ গুরুতর জখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কাশেম খাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ১০টার দিকে হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসে। খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই দেলোয়ার জাহান খাঁ জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ভাইকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম খাঁ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই গ্রামের আবুল কাশেম খাঁর মেয়ে নাজমা বেগম ও স্কুলপড়ুয়া নাতি নাজমুল হাসান বাড়ির পেছনের উঠানে (খলা) ধান শুকাতে যায়। এতে কাশেমের চাচাতো ভাই সাদেক খাঁ ও তাঁর ছেলে মনির খাঁসহ অন্যরা বাধা দেয় এবং তাদের মারধর করে। একপর্যায়ে কাশেম খাঁ এগিয়ে গেলে সাদেক খাঁ, মনির খাঁ এবং ভাতিজা সম্পর্কিয় দিদার খাঁসহ অন্যরা কাশেম খাঁকে কিল-ঘুষি মারে। এ ছাড়া তাঁকে লাঠি দিয়েও আঘাত করা হয়। এতে আবুল কাশেম খাঁ গুরুতর জখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কাশেম খাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ১০টার দিকে হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসে। খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই দেলোয়ার জাহান খাঁ জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ভাইকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪