ঈশ্বরদীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩১
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ২১

পাবনার ঈশ্বরদীতে শীতের তীব্রতা বাড়ছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত রোববার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, সোমবার থেকে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল ঈশ্বরদী উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত