সম্পাদকীয়
অজয় রায় ছিলেন বামপন্থী নেতা, কলামিস্ট ও লেখক। তাঁর জন্ম ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তবে তাঁদের আদি বাড়ি ছিল কিশোরগঞ্জের বনগ্রামে।
অজয় রায়ের শৈশবকাল কেটেছে ভারতের বারানসী শহরে। তাঁর পিতা ড. প্রমথ নাথ রায় বারানসী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষার অধ্যাপক ছিলেন। তিনি বারানসী অ্যাংলো বেঙ্গলি ইন্টারমিডিয়েট কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং বারানসী বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি পাস করেন। পিতা-মাতার মৃত্যুর পর তিনি বারানসী থেকে কিশোরগঞ্জে চলে আসেন। বারানসীতে থাকাকালীন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে বিকম পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে কারাবন্দী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অজয় রায় ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ, উদীচী, ছায়ানটের প্রতিষ্ঠার সময়ে অন্যতম সংগঠক হিসেবে সামনের সারিতে ছিলেন।
কিশোরগঞ্জের বনগ্রামে ফিরে কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় হন। ১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে ভাঙনের পর অজয় রায় গঠন করেন নতুন দল কমিউনিস্ট কেন্দ্র। তবে সে দল টেকেনি। ২০১০ সালের পর ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চে’র সমন্বয়কও ছিলেন।
অজয় রায়ের লিখিত বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি’, ‘ঊষালগ্ন’, ‘শিক্ষানবিশীর হাতেখড়ি’, ‘বাংলাদেশের অর্থনীতি: অতীত ও বর্তমান’, ‘বাংলাদেশের ভূমিব্যবস্থার সংকট ও সমাধান’, ‘রাজনীতির অ আ ক খ’, ‘রাজনীতি কি ও কেন?’, ‘বাংলার কৃষক বিদ্রোহ’, ‘গণআন্দোলনের এক দশক’, ‘আমাদের জাতীয় বিকাশের ধারা’, ‘বাংলাদেশের বামপন্থী আন্দোলন’, ‘পুঁজিবাদী অর্থনীতি’, ‘সত্যেন সেন’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বাঙলা ও বাঙালী’, ‘বাঙলা, বাঙালি ও বাঙলাদেশী’, ‘তীরের অন্বেষায়: স্বাধীন বাংলাদেশ’ ইত্যাদি।
২০১৬ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন অজয় রায়।
অজয় রায় ছিলেন বামপন্থী নেতা, কলামিস্ট ও লেখক। তাঁর জন্ম ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তবে তাঁদের আদি বাড়ি ছিল কিশোরগঞ্জের বনগ্রামে।
অজয় রায়ের শৈশবকাল কেটেছে ভারতের বারানসী শহরে। তাঁর পিতা ড. প্রমথ নাথ রায় বারানসী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষার অধ্যাপক ছিলেন। তিনি বারানসী অ্যাংলো বেঙ্গলি ইন্টারমিডিয়েট কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং বারানসী বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি পাস করেন। পিতা-মাতার মৃত্যুর পর তিনি বারানসী থেকে কিশোরগঞ্জে চলে আসেন। বারানসীতে থাকাকালীন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে বিকম পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে কারাবন্দী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অজয় রায় ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ, উদীচী, ছায়ানটের প্রতিষ্ঠার সময়ে অন্যতম সংগঠক হিসেবে সামনের সারিতে ছিলেন।
কিশোরগঞ্জের বনগ্রামে ফিরে কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় হন। ১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে ভাঙনের পর অজয় রায় গঠন করেন নতুন দল কমিউনিস্ট কেন্দ্র। তবে সে দল টেকেনি। ২০১০ সালের পর ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চে’র সমন্বয়কও ছিলেন।
অজয় রায়ের লিখিত বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি’, ‘ঊষালগ্ন’, ‘শিক্ষানবিশীর হাতেখড়ি’, ‘বাংলাদেশের অর্থনীতি: অতীত ও বর্তমান’, ‘বাংলাদেশের ভূমিব্যবস্থার সংকট ও সমাধান’, ‘রাজনীতির অ আ ক খ’, ‘রাজনীতি কি ও কেন?’, ‘বাংলার কৃষক বিদ্রোহ’, ‘গণআন্দোলনের এক দশক’, ‘আমাদের জাতীয় বিকাশের ধারা’, ‘বাংলাদেশের বামপন্থী আন্দোলন’, ‘পুঁজিবাদী অর্থনীতি’, ‘সত্যেন সেন’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বাঙলা ও বাঙালী’, ‘বাঙলা, বাঙালি ও বাঙলাদেশী’, ‘তীরের অন্বেষায়: স্বাধীন বাংলাদেশ’ ইত্যাদি।
২০১৬ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন অজয় রায়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪