নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ধনীদের টার্গেট করে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হতো। বন্ধুত্বের শুরুতে ম্যাসেঞ্জারে শুরু হতো কথাবার্তা। এরপর ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরে সেই সব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো টাকা।
এমন অভিযোগে সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে আজহার উদ্দিন সাগর নামের এক প্রতারককে গত শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে শনিবার নিশ্চিত করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সাগর ফেসবুকে আনিকা নাম দিয়ে একটি আইডি খোলেন। এই আইডি ব্যবহার করে মধ্যবয়সী এক ব্যবসায়ীর সঙ্গে ২ থেকে ৩ মাস আগে নিয়মিত কথা বলতেন। হঠাৎ একদিন ভিডিও কল দিলে মধ্যবয়সী ওই ব্যক্তি কলটি রিসিভ করেন। পরে সাগর ফেসবুক আইডি থেকে একটি সুপার এডিট করা আপত্তিকর ভিডিও পাঠান। চাহিদামতো টাকা না দিলে ভিডিও স্বজনদের কাছে পাঠানোর হুমকি দেন। এভাবে টাকা আদায় করে আসছিলেন তিনি। পরে ওই ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন।
সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ফেনী থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও প্রযুক্তিগতভাবে দক্ষ। এই দক্ষতা কাজে লাগিয়ে ফেসবুকে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলের রেকর্ড এবং একাধিক মেয়ের আপত্তিকর ভিডিও ছবি পাওয়া যায়। সাগর অসংখ্য সুন্দরী তরুণীর ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ৩০ থেকে ৪০টি ফেসবুক আইডি খুলেছেন। এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে পরিচিত কি না, তা নিশ্চিত হতে হবে। অপরিচিতদের সঙ্গে কথোপকথন এবং তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ধনীদের টার্গেট করে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হতো। বন্ধুত্বের শুরুতে ম্যাসেঞ্জারে শুরু হতো কথাবার্তা। এরপর ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরে সেই সব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে আদায় করা হতো টাকা।
এমন অভিযোগে সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে আজহার উদ্দিন সাগর নামের এক প্রতারককে গত শুক্রবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে শনিবার নিশ্চিত করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সাগর ফেসবুকে আনিকা নাম দিয়ে একটি আইডি খোলেন। এই আইডি ব্যবহার করে মধ্যবয়সী এক ব্যবসায়ীর সঙ্গে ২ থেকে ৩ মাস আগে নিয়মিত কথা বলতেন। হঠাৎ একদিন ভিডিও কল দিলে মধ্যবয়সী ওই ব্যক্তি কলটি রিসিভ করেন। পরে সাগর ফেসবুক আইডি থেকে একটি সুপার এডিট করা আপত্তিকর ভিডিও পাঠান। চাহিদামতো টাকা না দিলে ভিডিও স্বজনদের কাছে পাঠানোর হুমকি দেন। এভাবে টাকা আদায় করে আসছিলেন তিনি। পরে ওই ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন।
সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ফেনী থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও প্রযুক্তিগতভাবে দক্ষ। এই দক্ষতা কাজে লাগিয়ে ফেসবুকে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলের রেকর্ড এবং একাধিক মেয়ের আপত্তিকর ভিডিও ছবি পাওয়া যায়। সাগর অসংখ্য সুন্দরী তরুণীর ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ৩০ থেকে ৪০টি ফেসবুক আইডি খুলেছেন। এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে পরিচিত কি না, তা নিশ্চিত হতে হবে। অপরিচিতদের সঙ্গে কথোপকথন এবং তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে