ধর্ষণের শিকার শিশুর আদালতে জবানবন্দি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০৭: ২৩
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০৮

নোয়াখালীর সেনবাগে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ২২ ধারায় ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) বদরুল হোসেন।

পুলিশ জানায়, ওই ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে একটি ডেকোরেটরের মালিক বখাটে জহিরুল ইসলাম (৪৫) শিক্ষার্থীকে জোর করে তার প্রতিষ্ঠানের ভেতর নিয়ে যায়। সেখানে মুখ চেপে ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটে জহিরুল পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। ধর্ষক জহিরুল বীর নারায়ণপুরের মৃত আবদুল কাদেরের ছেলে। গত বৃহস্পতিবার রাতে ঘটনার শিকার শিশুর মা বাদী হয়ে জহিরুল ও হাবিব নামের দুজনের বিরুদ্ধে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) বদরুল হোসেন জানান, শুক্রবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন শিশু ধর্ষণের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের কয়েকটি টিম এ ব্যাপারে কাজ করছে। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত