ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক
Thumbnail image

ইতিহাস তৈরি করল ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহীদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিলেন, তাতেই 
বুঁদ হয়েছেন দর্শক। ফেব্রুয়ারিতে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটির আবেদন এখনো কমেনি। গত সপ্তাহে সবাইকে ছাড়িয়ে ‘ফারজি’ দখলে নিয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের অবস্থান।

সিরিজটি প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে এখন পর্যন্ত প্রায় ৪০ মিলিয়ন দর্শক দেখেছেন।

এ সিরিজে শহীদ কাপুর একজন চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্র ঘিরে। ‘ক্রান্তি’ নামে সেই সংবাদপত্র চালায় শহীদ কাপুরের ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে শহীদের ঠাকুরদার স্বপ্নের পত্রিকাটি। এই অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় শহীদ। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।

যেহেতু শহীদ ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো আছেই।

‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে পরিচালিত এ সিরিজে মোট ৮টি পর্ব আছে। প্রতিটি পর্ব ৪৫ মিনিট থেকে শুরু করে ৬০ মিনিটের কাছাকাছি। গল্পের কাহিনি কোথাও একটু ধীর, আবার কোথাও এমন গতি পেয়েছে যে চোখ ফেরানো মুশকিল। তবে ফারজিতে শহীদ-বিজয়ের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোরকমে পুলিশের হাত থেকে পালানো শহীদ এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে পরের সিজন পর্যন্ত।

জনপ্রিয়তায় এগিয়ে
১.
ফারজি (শহীদ কাপুর, বিজয় সেতুপতি)
২. রুদ্রা (অজয় দেবগন)
৩. মির্জাপুর সিজন ২ (পঙ্কজ ত্রিপাঠী)
৪. পঞ্চায়েত সিজন ২ (জিতেন্দ্র কুমার)
৫. ক্রিমিনাল জাস্টিস (পঙ্কজ ত্রিপাঠী)
৬. দ্য নাইট ম্যানেজার (আদিত্য রায় কাপুর)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত