বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের গল্প-উপন্যাস থেকে টেলিফিল্ম নির্মাণের ঘোষণা দেয় বঙ্গ। সে ধারাবাহিকতায় এবার ঈদেও দেখা যাবে বঙ্গ বব (বেজড অন বুক)-এর দ্বিতীয় সিজন। এবার সাতটি গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম তৈরি হচ্ছে। এর মধ্যে চয়নিকা চৌধুরী বানাচ্ছেন ‘সুরভি’ নামে একটি টেলিফিল্ম। ইমদাদুল হক মিলনের ‘সুরভি’ উপন্যাস থেকে একই নামে তৈরি হয়েছে এটি। মজার বিষয় হলো, এর প্রতিটি চরিত্রই নারী। প্রধান চারটি চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজা ও ইয়ামিন হক ববি।
দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করছেন ববি। তিনি জানিয়েছেন, টেলিফিল্ম হলেও এটা একটি বিশেষ প্রযোজনা। সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজার মতো খ্যাতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করে ভীষণ উৎফুল্ল ববি। তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা ম্যাম, ডলি মা বা শম্পা আপা—সবাই মিডিয়ায় সত্যিকারের নক্ষত্র। যতক্ষণ তাঁরা সেটে থাকেন, মনটা ভালো লাগায় ভরে থাকে। ইমদাদুল হক মিলনের চিত্রনাট্যে এবং চয়নিকা দিদির নির্মাণেও এটা আমার প্রথম কাজ। এতজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এই টেলিফিল্মের সিনেমার লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। অনেক দিন পর ইমদাদুল হক মিলন নিজে স্ক্রিপ্ট লিখলেন। এটি পারিবারিক সম্পর্কের এক রহস্য গল্প। ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।’
বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সাহিত্যের গল্পগুলো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের বঙ্গ বব সিজন।’
গত বছর বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের গল্প-উপন্যাস থেকে টেলিফিল্ম নির্মাণের ঘোষণা দেয় বঙ্গ। সে ধারাবাহিকতায় এবার ঈদেও দেখা যাবে বঙ্গ বব (বেজড অন বুক)-এর দ্বিতীয় সিজন। এবার সাতটি গল্প নিয়ে সাতটি টেলিফিল্ম তৈরি হচ্ছে। এর মধ্যে চয়নিকা চৌধুরী বানাচ্ছেন ‘সুরভি’ নামে একটি টেলিফিল্ম। ইমদাদুল হক মিলনের ‘সুরভি’ উপন্যাস থেকে একই নামে তৈরি হয়েছে এটি। মজার বিষয় হলো, এর প্রতিটি চরিত্রই নারী। প্রধান চারটি চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজা ও ইয়ামিন হক ববি।
দীর্ঘদিন পর টেলিফিল্মে অভিনয় করছেন ববি। তিনি জানিয়েছেন, টেলিফিল্ম হলেও এটা একটি বিশেষ প্রযোজনা। সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজার মতো খ্যাতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করে ভীষণ উৎফুল্ল ববি। তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা ম্যাম, ডলি মা বা শম্পা আপা—সবাই মিডিয়ায় সত্যিকারের নক্ষত্র। যতক্ষণ তাঁরা সেটে থাকেন, মনটা ভালো লাগায় ভরে থাকে। ইমদাদুল হক মিলনের চিত্রনাট্যে এবং চয়নিকা দিদির নির্মাণেও এটা আমার প্রথম কাজ। এতজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এই টেলিফিল্মের সিনেমার লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দু-একটা পুরুষ চরিত্র ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। অনেক দিন পর ইমদাদুল হক মিলন নিজে স্ক্রিপ্ট লিখলেন। এটি পারিবারিক সম্পর্কের এক রহস্য গল্প। ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।’
বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘সাহিত্যের গল্পগুলো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। দীর্ঘদিনের ইচ্ছে ছিল প্রথাগত ধারার বাইরে জীবনমুখী সাহিত্য নিয়ে কাজ করার। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের বঙ্গ বব সিজন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে