নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুই দিন আগেও হাসিমুখে কলেজে গিয়েছিলেন সামিহা রুদবা চৌধুরী। বন্ধুদের সঙ্গে বসে দিয়েছিলেন পরীক্ষাও। গতকাল মঙ্গলবার আবারও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল তাঁর। সেটি আর হলো কোথায়। বন্ধুদের সঙ্গে দেখা হবে না আর কোনো দিন।
আচমকা অসুখে যে চিরতরে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন রুদবা। বন্ধুরা যখন গতকাল মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ততময় সময় পার করছেন রুদবা তখন ঘুমিয়ে আছেন খাটিয়ায়। নিশ্চুপ–নিস্তব্ধ শরীরটা ঢাকা সাদা কাফনে।
রুদবা নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি মাধ্যম) ছাত্রী ছিলেন। এ বছর তাঁর এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কদিন ধরে জ্বর–সর্দিতে ভুগছিলেন। পরে ডায়রিয়ায়ও আক্রান্ত হন। গত সোমবার অসুখ আরও বাড়ায় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জানান রুদবার শারীরিক পরিস্থিতি ভালো না। এরপর নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে আর ফেরেনি ১৯ বছরের রুদবা। মঙ্গলবার ভোর পাঁচটায় পাড়ি জমান মৃত্যুর দেশে।
রুদবার বাবা মহসিন চৌধুরী একটি বেসরকারি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। দুইবার সামলেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও। সাংবাদিক হিসেবে তাঁকে লিখতে হয়েছে অনেক অকাল মৃত্যুর খবর। সেই মানুষটিকে এবার দেখতে হলো নিজের মেয়ের মৃত্যুও। বড় মেয়ের অকালে ঝরে যাওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। গতকাল দুপুরে নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদে মেয়ের জানাজার আগে গলা বুঝে আসে মহসিন চৌধুরীর। গত বছর দুই ভাইকে হারিয়েছেন তিনি। তিন মাস আগের এক মঙ্গলবারে হারিয়েছেন মাকে। এবার মঙ্গলবারে হারালেন আরেক ‘মাকে’। সেই স্মৃতি তুলে ধরে মহসিন চৌধুরী সবার কাছে দোয়া চান।
বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন রুদবা। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই রেখেছিলেন মেধার সাক্ষর। জেএসসি ও এসএসসি দুটি সব বিষয়ে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। স্বপ্ন দেখছিলেন এইচএসসি পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের গন্তব্যে পৌঁছার। কিন্তু সেই স্বপ্ন এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে কে জানত?
এমন একজন সম্ভাবনাময় ছাত্রীর চলে যাওয়া স্বজনদের পাশাপাশি কাঁদিয়েছে তাঁর বন্ধু–শিক্ষকদেরও। শোকস্তব্ধ হয়ে পড়েছেন মহসিন চৌধুরীর সহকর্মীরাও। রুদবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ অনেকেই রুদবার রুহের মাগফিরাত কামনা করেন।
দুই দিন আগেও হাসিমুখে কলেজে গিয়েছিলেন সামিহা রুদবা চৌধুরী। বন্ধুদের সঙ্গে বসে দিয়েছিলেন পরীক্ষাও। গতকাল মঙ্গলবার আবারও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল তাঁর। সেটি আর হলো কোথায়। বন্ধুদের সঙ্গে দেখা হবে না আর কোনো দিন।
আচমকা অসুখে যে চিরতরে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন রুদবা। বন্ধুরা যখন গতকাল মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ততময় সময় পার করছেন রুদবা তখন ঘুমিয়ে আছেন খাটিয়ায়। নিশ্চুপ–নিস্তব্ধ শরীরটা ঢাকা সাদা কাফনে।
রুদবা নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি মাধ্যম) ছাত্রী ছিলেন। এ বছর তাঁর এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কদিন ধরে জ্বর–সর্দিতে ভুগছিলেন। পরে ডায়রিয়ায়ও আক্রান্ত হন। গত সোমবার অসুখ আরও বাড়ায় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জানান রুদবার শারীরিক পরিস্থিতি ভালো না। এরপর নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে আর ফেরেনি ১৯ বছরের রুদবা। মঙ্গলবার ভোর পাঁচটায় পাড়ি জমান মৃত্যুর দেশে।
রুদবার বাবা মহসিন চৌধুরী একটি বেসরকারি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। দুইবার সামলেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও। সাংবাদিক হিসেবে তাঁকে লিখতে হয়েছে অনেক অকাল মৃত্যুর খবর। সেই মানুষটিকে এবার দেখতে হলো নিজের মেয়ের মৃত্যুও। বড় মেয়ের অকালে ঝরে যাওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। গতকাল দুপুরে নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদে মেয়ের জানাজার আগে গলা বুঝে আসে মহসিন চৌধুরীর। গত বছর দুই ভাইকে হারিয়েছেন তিনি। তিন মাস আগের এক মঙ্গলবারে হারিয়েছেন মাকে। এবার মঙ্গলবারে হারালেন আরেক ‘মাকে’। সেই স্মৃতি তুলে ধরে মহসিন চৌধুরী সবার কাছে দোয়া চান।
বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন রুদবা। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই রেখেছিলেন মেধার সাক্ষর। জেএসসি ও এসএসসি দুটি সব বিষয়ে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। স্বপ্ন দেখছিলেন এইচএসসি পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের গন্তব্যে পৌঁছার। কিন্তু সেই স্বপ্ন এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে কে জানত?
এমন একজন সম্ভাবনাময় ছাত্রীর চলে যাওয়া স্বজনদের পাশাপাশি কাঁদিয়েছে তাঁর বন্ধু–শিক্ষকদেরও। শোকস্তব্ধ হয়ে পড়েছেন মহসিন চৌধুরীর সহকর্মীরাও। রুদবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ অনেকেই রুদবার রুহের মাগফিরাত কামনা করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে