কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদের বিরুদ্ধে বাপ্পি ইসলাম নামের (১৫) এক কিশোরকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাপ্পি কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদ পুর এলাকার রবিউল ইসলামের পুত্র। সে পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।
বাপ্পির অভিযোগ, কুষ্টিয়ার বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ এবং তার স্ত্রীর বড় ভাই তার দোকানে গাড়ি পরিষ্কারসহ খুঁটিনাটি কাজ করাতে আসতেন।
কিন্তু তাঁরা কোনো সময় ঠিকমত মজুরি পরিশোধ করতেন না। এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পীর ওপর ক্ষিপ্ত হন আবদুল হামিদ।
গত ১ ডিসেম্বর বাপ্পীর গ্যারাজের পাশের একটি কাঁঠাল গাছ থেকে দুটি ঘুঘু পাখির বাচ্চা ধরে বাপ্পি। এতে বাপ্পীকে পাখি ব্যবসায়ী আখ্যা দিয়ে তাঁকে আটক করে জেলা বন বিভাগের অফিসে নিয়ে আসে আবদুল হামিদ।
এ সময় বাপ্পী আকুতি করে হামিদের কাছে ক্ষমা চাইলেও তাকে বিভিন্ন মামলায় জেলে পাঠানোর হুমকি দিতে থাকেন হামিদ। এর একপর্যায়ে বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করেন হামিদ। এই খবর শুনে বাপ্পীর স্বজন এবং স্থানীয়রা এসে চাপ সৃষ্টি করলে জোর করে একটা মুচলেকায় স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন বাপ্পীকে।
বাপ্পী বলে, ‘আমি একজন ছোটখাটো মোটরসাইকেল মেকানিক। বন বিভাগের ওই কর্মকর্তা ব্যক্তিগত শত্রুতার জেরে আমাকে হেনস্থা করার জন্য তাঁর অফিসে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন।’
এ বিষয়ে বাপ্পীর বাবা রবিউল ইসলাম বলেন, ‘তিনি সরকারি চাকরির ক্ষমতা দেখিয়ে টাকার জন্য এলাকার বিভিন্ন মানুষকে নানানভাবে হয়রানি করেন। আমার ছেলেকেও অকারণে ধরে আটকে রাখেন। এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে আমার ছেলের নামে পাখি পাচারকারী এবং গাছ চুরির মামলা দেওয়া হুমকি দিতে থাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্যপ্রাণী ধরা অপরাধ। তাই তাকে ধরেছিলাম। পরে তার অভিভাবকেরা ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দিয়েছি। এখন তারা উল্টা আমার নামে মিথ্যা এসব অভিযোগ করছেন।’
কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদের বিরুদ্ধে বাপ্পি ইসলাম নামের (১৫) এক কিশোরকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাপ্পি কুষ্টিয়া সদর উপজেলার নগর মোহাম্মদ পুর এলাকার রবিউল ইসলামের পুত্র। সে পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।
বাপ্পির অভিযোগ, কুষ্টিয়ার বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ এবং তার স্ত্রীর বড় ভাই তার দোকানে গাড়ি পরিষ্কারসহ খুঁটিনাটি কাজ করাতে আসতেন।
কিন্তু তাঁরা কোনো সময় ঠিকমত মজুরি পরিশোধ করতেন না। এ নিয়ে প্রতিবাদ করলে বাপ্পীর ওপর ক্ষিপ্ত হন আবদুল হামিদ।
গত ১ ডিসেম্বর বাপ্পীর গ্যারাজের পাশের একটি কাঁঠাল গাছ থেকে দুটি ঘুঘু পাখির বাচ্চা ধরে বাপ্পি। এতে বাপ্পীকে পাখি ব্যবসায়ী আখ্যা দিয়ে তাঁকে আটক করে জেলা বন বিভাগের অফিসে নিয়ে আসে আবদুল হামিদ।
এ সময় বাপ্পী আকুতি করে হামিদের কাছে ক্ষমা চাইলেও তাকে বিভিন্ন মামলায় জেলে পাঠানোর হুমকি দিতে থাকেন হামিদ। এর একপর্যায়ে বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করেন হামিদ। এই খবর শুনে বাপ্পীর স্বজন এবং স্থানীয়রা এসে চাপ সৃষ্টি করলে জোর করে একটা মুচলেকায় স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন বাপ্পীকে।
বাপ্পী বলে, ‘আমি একজন ছোটখাটো মোটরসাইকেল মেকানিক। বন বিভাগের ওই কর্মকর্তা ব্যক্তিগত শত্রুতার জেরে আমাকে হেনস্থা করার জন্য তাঁর অফিসে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন।’
এ বিষয়ে বাপ্পীর বাবা রবিউল ইসলাম বলেন, ‘তিনি সরকারি চাকরির ক্ষমতা দেখিয়ে টাকার জন্য এলাকার বিভিন্ন মানুষকে নানানভাবে হয়রানি করেন। আমার ছেলেকেও অকারণে ধরে আটকে রাখেন। এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে আমার ছেলের নামে পাখি পাচারকারী এবং গাছ চুরির মামলা দেওয়া হুমকি দিতে থাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আবদুল হামিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্যপ্রাণী ধরা অপরাধ। তাই তাকে ধরেছিলাম। পরে তার অভিভাবকেরা ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দিয়েছি। এখন তারা উল্টা আমার নামে মিথ্যা এসব অভিযোগ করছেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে