নোয়াখালী ও ফেনী প্রতিনিধি
পঞ্চম ধাপে আগামীকাল নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ এবং ফেনী সদরের ৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ফেনীর ১২ এবং নোয়াখালীর ৮ ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।
নোয়াখালীর তিনটি উপজেলায় মোট ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনটি উপজেলার ২০ ইউপির প্রার্থীদের প্রচার চলে। কয়েকটি ইউপিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও কিছু এলাকায় নির্বাচনী প্রচারে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সময় হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
সর্বশেষ গত রোববার রাতে বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, বজরা ও দেওটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার মোট ৬৫১টি বুথে ১ লাখ ২১ হাজার ৫১৭ জন পুরুষ ও ১ লাখ ১৪ হাজার ২১৬ জন নারী ভোটারসহ ২ লাখ ৩৫ হাজার ৭৩৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া চাটখিল উপজেলার সাহপুর, মোহাম্মদপুর, হাটপুকুরিয়া ও রাজনারায়ণপুরে ইভিএমে ভোটগ্রহণ হবে। ইউপিগুলোতে ৮১ হাজার ৪০৩ জন নারী ও ৮৪ হাজার ৪৭৭ জন পুরুষসহ মোট ১ লাখ ৬৫ হাজার ৮৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বেগমগঞ্জের জিরতলীতে চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে ফেনী সদরে চেয়ারম্যান পদে বিনা ভোটে সাতজন নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন মাঠে লড়ছেন। ১২ ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত রোববার দুপুরে ফেনী শিল্পকলা একাডেমিতে আগামী নির্বাচন নিয়ে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়।
সেখানে নানা অভিযোগ নিয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। সভায় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেয় প্রশাসন ও নির্বাচন কমিশন।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, ১২ ইউপিতে মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ২৪৪ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সসহ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
পঞ্চম ধাপে আগামীকাল নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ এবং ফেনী সদরের ৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ফেনীর ১২ এবং নোয়াখালীর ৮ ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।
নোয়াখালীর তিনটি উপজেলায় মোট ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনটি উপজেলার ২০ ইউপির প্রার্থীদের প্রচার চলে। কয়েকটি ইউপিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও কিছু এলাকায় নির্বাচনী প্রচারে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন সময় হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
সর্বশেষ গত রোববার রাতে বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, বজরা ও দেওটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার মোট ৬৫১টি বুথে ১ লাখ ২১ হাজার ৫১৭ জন পুরুষ ও ১ লাখ ১৪ হাজার ২১৬ জন নারী ভোটারসহ ২ লাখ ৩৫ হাজার ৭৩৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া চাটখিল উপজেলার সাহপুর, মোহাম্মদপুর, হাটপুকুরিয়া ও রাজনারায়ণপুরে ইভিএমে ভোটগ্রহণ হবে। ইউপিগুলোতে ৮১ হাজার ৪০৩ জন নারী ও ৮৪ হাজার ৪৭৭ জন পুরুষসহ মোট ১ লাখ ৬৫ হাজার ৮৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বেগমগঞ্জের জিরতলীতে চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে ফেনী সদরে চেয়ারম্যান পদে বিনা ভোটে সাতজন নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন মাঠে লড়ছেন। ১২ ইউপিতে সাধারণ সদস্য পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত রোববার দুপুরে ফেনী শিল্পকলা একাডেমিতে আগামী নির্বাচন নিয়ে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়।
সেখানে নানা অভিযোগ নিয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। সভায় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেয় প্রশাসন ও নির্বাচন কমিশন।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, ১২ ইউপিতে মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ২৪৪ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সসহ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে