ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের তালিকায় নাম থাকা দুই ব্যক্তি এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লড়ছেন। তবে তাঁদের একজন বলছেন, তালিকায় নাম থাকার বিষয়টি তাঁর জানা নেই। আর আপরজন বলছেন, তালিকার কথা শুনেছেন, বিস্তারিত জানেন না।
চতুর্থ ধাপের এই নির্বাচনে মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন আখাউড়া উত্তর ইউপি থেকে চেয়ারম্যান পদে এবং মো. হান্নান মিয়া আখাউড়া দক্ষিণ ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে লড়ছেন।
জানা গেছে, ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন মাদক কারবারি ও চোরাকারবারিদের পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয় দানকারীদের তালিকা প্রকাশ করে। এতে আখাউড়ার মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন ও দক্ষিণ ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. হান্নান মিয়ার নাম ছিল। জেলা পুলিশের করা মাদক ব্যবসায়ীদের তালিকাতেও মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপনের নাম রয়েছে। এই দুজনের নাম তালিকায় চলে আসার পর তাঁদের নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এই উপজেলার পাঁচটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে ২৪৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আখাউড়া উত্তর ইউপি থেকে চেয়ারম্যান পদে মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মো. হান্নান মিয়া সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীক পেয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম বলেন, আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন ও মো. হান্নান মিয়াকে প্রতীক দেওয়া হয়েছে। শুধু সাজাপ্রাপ্ত আসামি হলে প্রতীক বরাদ্দ দেওয়া যায় না। তাঁরা মাদক চোরাকারবারি কি না তা দেখবে থানা-পুলিশ।
আখাউড়া ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘২০১৮ সালে আমি এই থানায় ছিলাম না। ফলে তালিকার বিষয়টি আমার জানা নেই। তালিকাভুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অফিশিয়াল নির্দেশ থাকলে আমরা ব্যবস্থা নেব।’
আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক চোরাকারবারিদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের তালিকায় নাম থাকার তথ্য আমার জানা নেই। আমার এলাকায় মাদকের কোনো স্থান নেই। আমি নিজেই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছি।’
ইউপি সদস্য প্রার্থী মো. হান্নান মিয়া বলেন, ‘আমি তালিকার কথা শুনছি, তবে বিস্তারিত জানি না। সরকারের লোকজন তৃণমূল পর্যায়ে এসে দেখুক, আমার বিরুদ্ধে অভিযোগ পায় কী না। আমি দুবার জনপ্রতিনিধি হয়েছি। আমার বিপক্ষে লোক আছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের তালিকায় নাম থাকা দুই ব্যক্তি এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লড়ছেন। তবে তাঁদের একজন বলছেন, তালিকায় নাম থাকার বিষয়টি তাঁর জানা নেই। আর আপরজন বলছেন, তালিকার কথা শুনেছেন, বিস্তারিত জানেন না।
চতুর্থ ধাপের এই নির্বাচনে মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন আখাউড়া উত্তর ইউপি থেকে চেয়ারম্যান পদে এবং মো. হান্নান মিয়া আখাউড়া দক্ষিণ ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে লড়ছেন।
জানা গেছে, ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন মাদক কারবারি ও চোরাকারবারিদের পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয় দানকারীদের তালিকা প্রকাশ করে। এতে আখাউড়ার মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন ও দক্ষিণ ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. হান্নান মিয়ার নাম ছিল। জেলা পুলিশের করা মাদক ব্যবসায়ীদের তালিকাতেও মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপনের নাম রয়েছে। এই দুজনের নাম তালিকায় চলে আসার পর তাঁদের নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এই উপজেলার পাঁচটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে ২৪৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আখাউড়া উত্তর ইউপি থেকে চেয়ারম্যান পদে মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মো. হান্নান মিয়া সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীক পেয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম বলেন, আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন ও মো. হান্নান মিয়াকে প্রতীক দেওয়া হয়েছে। শুধু সাজাপ্রাপ্ত আসামি হলে প্রতীক বরাদ্দ দেওয়া যায় না। তাঁরা মাদক চোরাকারবারি কি না তা দেখবে থানা-পুলিশ।
আখাউড়া ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘২০১৮ সালে আমি এই থানায় ছিলাম না। ফলে তালিকার বিষয়টি আমার জানা নেই। তালিকাভুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অফিশিয়াল নির্দেশ থাকলে আমরা ব্যবস্থা নেব।’
আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক চোরাকারবারিদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের তালিকায় নাম থাকার তথ্য আমার জানা নেই। আমার এলাকায় মাদকের কোনো স্থান নেই। আমি নিজেই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছি।’
ইউপি সদস্য প্রার্থী মো. হান্নান মিয়া বলেন, ‘আমি তালিকার কথা শুনছি, তবে বিস্তারিত জানি না। সরকারের লোকজন তৃণমূল পর্যায়ে এসে দেখুক, আমার বিরুদ্ধে অভিযোগ পায় কী না। আমি দুবার জনপ্রতিনিধি হয়েছি। আমার বিপক্ষে লোক আছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে