মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে সব মিলিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক। আর পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক।
বর্তমানে পাঠদান চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। তাঁরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন মাত্র তিনজন। বাকি ছয়জন নেই দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয়সহ সাতটি সরকারি হাইস্কুল রয়েছে জেলায়। এর মধ্যে চারটি জেলা সদরে, একটি হাইমচরে ও একটি কচুয়া উপজেলায়। এসব স্কুলে প্রধান শিক্ষক ছাড়াও দীর্ঘদিন ধরে ৫০ সহকারী শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বছরের পর বছর চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার কমে এসেছে। এ অবস্থায় পাঠদান শুরুর পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু জেলার শিক্ষকসংকট তীব্র মাত্রার। সহকারী শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে এসব সরকারি স্কুলের শ্রেণিকক্ষে সুষ্ঠু পাঠদান।
এদিকে শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। করোনায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষকসংকট দূর করা একান্ত জরুরি। এমনটাই জানালেন বেশ কয়েকজন শিক্ষক ও সচেতন অভিভাবক।
সরেজমিন দেখা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয় অনেক সহকারী শিক্ষকই নেই। এখানে পাবলিক পরীক্ষায় পাসের হার বরাবরই সন্তোষজনক। অবকাঠামোগত স্বল্পতা থাকা সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের ফলাফল অনেক ভালো। কিন্তু বর্তমানে শিক্ষকসংকটে পিছিয়ে পড়তে হচ্ছে।
এসব বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীন পাটোয়ারি জানান, জেলায় সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক।
পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক। চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। সিনিয়র শিক্ষকেরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন তিনজন।
বাকি ছয়জন নেই দীর্ঘদিন যাবৎ। সহকারী শিক্ষকসংকট আছে অনেক। এসব স্কুলে ৫০ জন সহকারী শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। আশা প্রকাশ করে তিনি বলেন, এ সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে।
চাঁদপুরে সব মিলিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক। আর পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক।
বর্তমানে পাঠদান চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। তাঁরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এদিকে সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন মাত্র তিনজন। বাকি ছয়জন নেই দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয়সহ সাতটি সরকারি হাইস্কুল রয়েছে জেলায়। এর মধ্যে চারটি জেলা সদরে, একটি হাইমচরে ও একটি কচুয়া উপজেলায়। এসব স্কুলে প্রধান শিক্ষক ছাড়াও দীর্ঘদিন ধরে ৫০ সহকারী শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বছরের পর বছর চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।
বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার কমে এসেছে। এ অবস্থায় পাঠদান শুরুর পর আবারও প্রাণ ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। কিন্তু জেলার শিক্ষকসংকট তীব্র মাত্রার। সহকারী শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে এসব সরকারি স্কুলের শ্রেণিকক্ষে সুষ্ঠু পাঠদান।
এদিকে শিক্ষক সংকটে এসব স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। করোনায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষকসংকট দূর করা একান্ত জরুরি। এমনটাই জানালেন বেশ কয়েকজন শিক্ষক ও সচেতন অভিভাবক।
সরেজমিন দেখা গেছে, মতলব সরকারি জেবি পাইলট উচ্চবিদ্যালয় অনেক সহকারী শিক্ষকই নেই। এখানে পাবলিক পরীক্ষায় পাসের হার বরাবরই সন্তোষজনক। অবকাঠামোগত স্বল্পতা থাকা সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের ফলাফল অনেক ভালো। কিন্তু বর্তমানে শিক্ষকসংকটে পিছিয়ে পড়তে হচ্ছে।
এসব বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীন পাটোয়ারি জানান, জেলায় সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের একটিতেও নেই প্রধান শিক্ষক।
পাঁচটিতে নেই সহকারী প্রধান শিক্ষক। চলছে সিনিয়র শিক্ষক দিয়ে। সিনিয়র শিক্ষকেরাই এসব স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক নয়জনের স্থলে আছেন তিনজন।
বাকি ছয়জন নেই দীর্ঘদিন যাবৎ। সহকারী শিক্ষকসংকট আছে অনেক। এসব স্কুলে ৫০ জন সহকারী শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। আশা প্রকাশ করে তিনি বলেন, এ সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে