সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নিজ নিজ নির্বাচনী এলাকায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজ শুক্রবার রাত থেকে প্রচার প্রচারণা শেষ হবে। তাই দম ফেলানোর সময় নেই তাঁদের।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, ১৪টি ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রতীক নিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া প্রতিটি রাস্তাঘাট, পাড়া-মহল্লায় পোস্টারে ছেয়ে গেছে। শেষ সময়ে গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠছে কে হচ্ছেন তাঁদের আগামীর প্রতিনিধি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান ৬৬, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৪ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৩৯৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৫৪৪ জন। ১৪টি ইউনিয়নের ১৪৪টি ভোটকেন্দ্রে ও ৬৭৬টি বুথে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বাইরে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন অনেক প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছেন, তবে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট যুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, এমনটিই জানিয়েছেন। এদিকে অনেক সাধারণ ভোটারের শঙ্কা, বিগত নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল ভোটে অংশগ্রহণ করলেও সরকারদলীয় লোকজন বিএনপিসহ অন্যান্য প্রার্থীকে কেন্দ্রে ভিড়তে দেননি।
এ বছর এমন পরিস্থিতি হবে কি না এ নিয়ে সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী সচেতন মহল। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে আগে থেকেই ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, ‘শুক্রবার রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হবে। এরপর আর প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারবেন না। তাই ২৬ ডিসেম্বর সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট এবং বালুচরসহ কয়েকটি ইউনিয়নে দুজন করে ম্যাজিস্ট্রেট চেয়েছি।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম বলেন, ‘সিরাজদিখান উপজেলার ১৪টি ইউপি নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই আমরা প্রার্থীসহ বিভিন্ন এলাকায় সভা সেমিনার করে যাচ্ছি। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসারসহ ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এ ছাড়া ২-৩টি করে ইউনিয়নে মোবাইল টিম থাকবে। তা ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িসহ অন্যান্য পুলিশ সদস্য থাকবে। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সবাইকে উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে নিজ নিজ নির্বাচনী এলাকায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজ শুক্রবার রাত থেকে প্রচার প্রচারণা শেষ হবে। তাই দম ফেলানোর সময় নেই তাঁদের।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, ১৪টি ইউনিয়নে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা প্রতীক নিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া প্রতিটি রাস্তাঘাট, পাড়া-মহল্লায় পোস্টারে ছেয়ে গেছে। শেষ সময়ে গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে আলোচনার ঝড় উঠছে কে হচ্ছেন তাঁদের আগামীর প্রতিনিধি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান ৬৬, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য ৫৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৪ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৩৯৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৫৪৪ জন। ১৪টি ইউনিয়নের ১৪৪টি ভোটকেন্দ্রে ও ৬৭৬টি বুথে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বাইরে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন অনেক প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা শুরু থেকেই জয়ের ব্যাপারে শতভাগ আশা দেখছেন, তবে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট যুদ্ধে সুষ্ঠু ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, এমনটিই জানিয়েছেন। এদিকে অনেক সাধারণ ভোটারের শঙ্কা, বিগত নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল ভোটে অংশগ্রহণ করলেও সরকারদলীয় লোকজন বিএনপিসহ অন্যান্য প্রার্থীকে কেন্দ্রে ভিড়তে দেননি।
এ বছর এমন পরিস্থিতি হবে কি না এ নিয়ে সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ভোট সুষ্ঠু হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী সচেতন মহল। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে আগে থেকেই ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, ‘শুক্রবার রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হবে। এরপর আর প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারবেন না। তাই ২৬ ডিসেম্বর সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট এবং বালুচরসহ কয়েকটি ইউনিয়নে দুজন করে ম্যাজিস্ট্রেট চেয়েছি।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম বলেন, ‘সিরাজদিখান উপজেলার ১৪টি ইউপি নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই আমরা প্রার্থীসহ বিভিন্ন এলাকায় সভা সেমিনার করে যাচ্ছি। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসারসহ ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এ ছাড়া ২-৩টি করে ইউনিয়নে মোবাইল টিম থাকবে। তা ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িসহ অন্যান্য পুলিশ সদস্য থাকবে। একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সবাইকে উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে