খুলনায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১৩: ২১

খুলনা মহানগরীর দৌলতপুরে বিএল কলেজ রোডে অবস্থিত থানা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলছেন গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএল কলেজ শাখা ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি।

নগর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন গতকাল সাংবাদিকদের জানান, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বুধবার বিকেল ৪টার দিকে দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু হলে থানার বিভিন্ন ওয়ার্ড থেকে একের পর এক মিছিল এসে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সদস্যসচিব শফিকুল আলম তুহিন সভা সঞ্চালনা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির।

রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে সকাল থেকেই থানা ও বিএল কলেজ শাখা ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগের কতিপয় নেতা-কর্মী মহড়া দিতে থাকে। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জটলা তৈরি করে এবং মহড়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়। যে কোন সময় সমাবেশস্থলে হামলা চালাবে বলেও তারা হুমকি দিতে থাকে।

বিএনপির শীর্ষ নেতারা সমাবেশের কাজ শেষ করে ফিরে যাওয়ার সময় সন্ধ্যা ৬টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা, রড ও রামদা নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। তারা অফিসের টেবিল ও অন্তত ৩০টি চেয়ার কুপিয়ে ও লাঠির আঘাতে ভেঙে ফেলে। তাদের সশস্ত্র হামলা, ভাঙচুর, চিৎকার ও গালিগালাজে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ নেতা–কর্মীর হামলায় বিএনপির কোন নেতা-কর্মী আহত না হলেও দলীয় কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করছেন। খুলনা মহানগর বিএনপির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনা সম্পর্কে মিডিয়া কর্মীদের অবহিত করতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহরিয়ার আকন বলেন, এ ধরনের হামলার কোন ঘটনা ঘটেনি। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত