আমতলী (বরগুনা) প্রতিনিধি
জলবায়ুর প্রভাবে মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও অতিবর্ষণে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকের খুশি আরও বেড়ে গেছে। ২ উপজেলায় ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা উপজেলা কৃষি বিভাগের। ভালো ফলন হওয়ায় এ লক্ষ্য অর্জিত হবে বলে আশা করেন কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম।
জানা গেছে, জলবায়ুর প্রভাবে আমনের মৌসুমে অনাবৃষ্টিতে কৃষক চাষাবাদ করতে পারেননি। এরপর শ্রাবণের অতিবর্ষণে আমনের বীজতলা পচে যায়। কৃষকেরা আবার বীজতলা তৈরি করেন। বীজতলার সেই চারা খেতে রোপণ করেন। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পুরোদমে চলছে ধান কাটা। শুরুতে কৃষকের মাঝে হতাশা থাকলেও বাম্পার ফলনে তাঁরা খুশি। সঠিক সময়ে সরকারি সহায়তায় তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন।
আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলী ও তালতলী উপজেলায় ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ বছর দুই উপজেলার ৩৯ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৪৬০ হেক্টর এবং তালতলীতে ১৬ হাজার ১০ হেক্টর জমি। আমনের বাম্পার ফলন হওয়ায় হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৫ মেট্রিক টন হিসেবে ১ লাখ ৪৮ হাজার ১২ মেট্রিক টন উৎপাদন হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এদিকে বাজারে ধানের দাম ভালো। বিভিন্ন জাতের ধান গড়ে প্রতি মণ ৮০০ থেকে ৮২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমতলী-তালতলীর উৎপাদিত ধান দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া ও মাদারীপুরে রপ্তানি হচ্ছে।
চাওড়া কাউনিয়া গ্রামের জুয়েল মৃধা বলেন, ‘এ বছর আমনের এত ভালো ফলন হবে বুঝতে পারিনি। যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে কৃষককে জমি চাষাবাদ করতে হয়েছে।’
মহিষকাটা গ্রামের মঞ্জু মিয়া বলেন, ‘এক একর জমিতে আমন ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে।’
তালতলীর লেমুয়া গ্রামের কৃষক ইসহাক হাওলাদার বলেন, ‘শুরুতে আমন ধান নিয়ে যা ভাবছি তা নেই। এ বছর বাম্পার ফলন হয়েছে।’
উত্তর রাওঘা গ্রামের কৃষক বশির উদ্দিন বাদল জানান, এ বছর তিন একর জমিতে আমন চাষে তাঁর ২৭ হাজার টাকা খরচ হয়েছে। বাম্পার ফলন ও লাভের আশা করছেন তিনি।
শারিকখালী গ্রামের বাচ্চু শরীফ বলেন, ‘দুই একর জমিতে চাষাবাদে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ধান পাব আনুমানিক ৭০ মণ।’
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ‘পাঁচ একর জমিতে আমনের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ৮২০ টাকা মণ দরে বিক্রি করেছি।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিকূল পরিবেশের মধ্যেও এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করি দুই উপজেলার ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হবে। বাজারে ধানের দামও ভালো। এতে কৃষকেরা বেশ লাভবান হবেন।’
জলবায়ুর প্রভাবে মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও অতিবর্ষণে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমনের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকের খুশি আরও বেড়ে গেছে। ২ উপজেলায় ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা উপজেলা কৃষি বিভাগের। ভালো ফলন হওয়ায় এ লক্ষ্য অর্জিত হবে বলে আশা করেন কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম।
জানা গেছে, জলবায়ুর প্রভাবে আমনের মৌসুমে অনাবৃষ্টিতে কৃষক চাষাবাদ করতে পারেননি। এরপর শ্রাবণের অতিবর্ষণে আমনের বীজতলা পচে যায়। কৃষকেরা আবার বীজতলা তৈরি করেন। বীজতলার সেই চারা খেতে রোপণ করেন। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পুরোদমে চলছে ধান কাটা। শুরুতে কৃষকের মাঝে হতাশা থাকলেও বাম্পার ফলনে তাঁরা খুশি। সঠিক সময়ে সরকারি সহায়তায় তাঁরা ঘুরে দাঁড়িয়েছেন।
আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলী ও তালতলী উপজেলায় ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ বছর দুই উপজেলার ৩৯ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৪৬০ হেক্টর এবং তালতলীতে ১৬ হাজার ১০ হেক্টর জমি। আমনের বাম্পার ফলন হওয়ায় হেক্টরপ্রতি ৩ দশমিক ৭৫ মেট্রিক টন হিসেবে ১ লাখ ৪৮ হাজার ১২ মেট্রিক টন উৎপাদন হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এদিকে বাজারে ধানের দাম ভালো। বিভিন্ন জাতের ধান গড়ে প্রতি মণ ৮০০ থেকে ৮২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমতলী-তালতলীর উৎপাদিত ধান দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া ও মাদারীপুরে রপ্তানি হচ্ছে।
চাওড়া কাউনিয়া গ্রামের জুয়েল মৃধা বলেন, ‘এ বছর আমনের এত ভালো ফলন হবে বুঝতে পারিনি। যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে কৃষককে জমি চাষাবাদ করতে হয়েছে।’
মহিষকাটা গ্রামের মঞ্জু মিয়া বলেন, ‘এক একর জমিতে আমন ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে।’
তালতলীর লেমুয়া গ্রামের কৃষক ইসহাক হাওলাদার বলেন, ‘শুরুতে আমন ধান নিয়ে যা ভাবছি তা নেই। এ বছর বাম্পার ফলন হয়েছে।’
উত্তর রাওঘা গ্রামের কৃষক বশির উদ্দিন বাদল জানান, এ বছর তিন একর জমিতে আমন চাষে তাঁর ২৭ হাজার টাকা খরচ হয়েছে। বাম্পার ফলন ও লাভের আশা করছেন তিনি।
শারিকখালী গ্রামের বাচ্চু শরীফ বলেন, ‘দুই একর জমিতে চাষাবাদে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। ধান পাব আনুমানিক ৭০ মণ।’
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, ‘পাঁচ একর জমিতে আমনের চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ৮২০ টাকা মণ দরে বিক্রি করেছি।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিকূল পরিবেশের মধ্যেও এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করি দুই উপজেলার ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হবে। বাজারে ধানের দামও ভালো। এতে কৃষকেরা বেশ লাভবান হবেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে