টিকার দাবি আরও গতিশীল হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩২
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে উপস্থিতি ন্যায়সংগতভাবে করোনার টিকা পাওয়ার দাবিকে আরও গতিশীল করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা জনগণের কল্যাণের কথা বিবেচনা করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সশরীরে নিউইয়র্ক এসেছেন। জনগণের কল্যাণে করোনা, জলবায়ু পরিবর্তন এবং খাদ্যনিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো তিনি তুলে ধরবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত