ড. এ এন এম মাসউদুর রহমান
সহনশীলতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি মহৎ গুণ। সহনশীলতা অর্থ সহ্য করার ক্ষমতা। প্রতিকূল অবস্থায় নিজের আবেগ ও উচ্ছ্বাসকে দমন করা, শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্যধারণ করাই হলো সহনশীলতা। প্রত্যেক নবী-রাসুলই সহনশীল ও ক্ষমাশীল ছিলেন। মহান আল্লাহ বিভিন্ন পরীক্ষায় নিপতিত করে তাঁদের সহনশীল ও ধৈর্যশীল করে তুলেছেন।
সহনশীলতা এক অনুপম আদর্শ। মানবজীবনে শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য সহনশীলতা খুবই প্রয়োজন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মানুষ যখন জুলুমের প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।’ সুরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা সহনশীলতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন।’
ইমাম গাজ্জালি (রহ.) বলেন, ইমানের পর বিবেকের দাবি হলো মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, প্রত্যক সৎ ও অসৎ লোকের প্রতি অনুগ্রহ করা, সবার সঙ্গে হাসি-খুশি থাকা এবং নম্রভাবে কথা বলা। মহানবী (সা.) সাহাবিদের প্রশ্ন করেন ‘তোমরা কি জানো জাহান্নাম কার জন্য হারাম?’ তাঁরা বলেন, ‘আল্লাহ ও রাসুলই ভালো জানেন।’ তিনি বলেন, ‘তার জন্য জাহান্নাম হারাম, যে ভদ্র ও নম্র আচরণ করে।’
সহনশীলতার পুরস্কার প্রসঙ্গে আল্লাহ সুরা জুমারের ১০ নম্বর আয়াতে বলেন, ‘সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণরূপে দেওয়া হবে।’ মহানবী (সা.) বলেন, ‘সহনশীলতার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজ সম্পাদনে আমরা সহনশীল হই। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে বিলিয়ে দিই। তবেই দুনিয়ায় লাভ করব অনাবিল তৃপ্তি এবং আখেরাতে পাব আল্লাহর সন্তুষ্টি।
ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সহনশীলতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি মহৎ গুণ। সহনশীলতা অর্থ সহ্য করার ক্ষমতা। প্রতিকূল অবস্থায় নিজের আবেগ ও উচ্ছ্বাসকে দমন করা, শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্যধারণ করাই হলো সহনশীলতা। প্রত্যেক নবী-রাসুলই সহনশীল ও ক্ষমাশীল ছিলেন। মহান আল্লাহ বিভিন্ন পরীক্ষায় নিপতিত করে তাঁদের সহনশীল ও ধৈর্যশীল করে তুলেছেন।
সহনশীলতা এক অনুপম আদর্শ। মানবজীবনে শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য সহনশীলতা খুবই প্রয়োজন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মানুষ যখন জুলুমের প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।’ সুরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা সহনশীলতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ সহনশীলদের সঙ্গে থাকেন।’
ইমাম গাজ্জালি (রহ.) বলেন, ইমানের পর বিবেকের দাবি হলো মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, প্রত্যক সৎ ও অসৎ লোকের প্রতি অনুগ্রহ করা, সবার সঙ্গে হাসি-খুশি থাকা এবং নম্রভাবে কথা বলা। মহানবী (সা.) সাহাবিদের প্রশ্ন করেন ‘তোমরা কি জানো জাহান্নাম কার জন্য হারাম?’ তাঁরা বলেন, ‘আল্লাহ ও রাসুলই ভালো জানেন।’ তিনি বলেন, ‘তার জন্য জাহান্নাম হারাম, যে ভদ্র ও নম্র আচরণ করে।’
সহনশীলতার পুরস্কার প্রসঙ্গে আল্লাহ সুরা জুমারের ১০ নম্বর আয়াতে বলেন, ‘সহনশীলদেরই তাদের প্রতিদান কোনো হিসাব ছাড়াই পূর্ণরূপে দেওয়া হবে।’ মহানবী (সা.) বলেন, ‘সহনশীলতার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজ সম্পাদনে আমরা সহনশীল হই। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে বিলিয়ে দিই। তবেই দুনিয়ায় লাভ করব অনাবিল তৃপ্তি এবং আখেরাতে পাব আল্লাহর সন্তুষ্টি।
ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে