হবিগঞ্জ প্রতিনিধি
তীব্র গরমের সঙ্গে দৈনিক ছয়-সাত ঘণ্টা লোডশেডিং চলছে হবিগঞ্জে। চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে মাত্র এক-তৃতীয়াংশ। এই অবস্থায় যখন সাধারণ মানুষ আইপিএসের দিকে ঝুঁকছে, তখন বাজারে আইপিএস ও ব্যাটারির তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামেও মিলছে না কাঙ্ক্ষিত পণ্যটি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, হবিগঞ্জে ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পিডিবি পাচ্ছে মাত্র ৯ মেগাওয়াট। ফলে ঘোষণা দিয়ে দৈনিক ছয় ঘণ্টা করে লোডশেডিং দিচ্ছে পিডিবি। অন্যদিকে পল্লী বিদ্যুতের অবস্থা আরও নাজুক। চাহিদার তুলনায় মিলছে মাত্র এক-তৃতীয়াংশ, যার সিংহভাগই দিতে হচ্ছে শিল্পকারখানায়।
একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। তাই একটু স্বস্তির আশায় আইপিএসের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ।
বাজার ঘুরে জানা গেছে, লোডশেডিং শুরু হওয়ার পর হবিগঞ্জে আইপিএসের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এতে বাজারে আইপিএস ও ব্যাটারির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটের সুযোগে গত কয়েক দিন চড়া দামে বিক্রি হয়েছে আইপিএস ও ব্যাটারি। তবে শুক্রবার থেকে বাজার ঘুরে চড়া দামেও মিলছে না পণ্যটি। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।
শহরের শ্মশানঘাট এলাকায় আইপিএস কিনতে আসেন উমেদনগরের বাসিন্দা খলিলুর রহমান। তিনি বলেন, ‘হবিগঞ্জ শহর ঘুরে আসছি। কোথাও আইপিএস এবং ব্যাটারি পাচ্ছি না। ঘরে অসুস্থ মা। গরমে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।’
আরেক বাসিন্দা মো. হিফজুর রহমান বলেন, ‘বাজারে কোথাও আইপিএস বা ব্যাটারি পাওয়া যাচ্ছে না। গতকাল একটা দোকানে আইপিএস পেয়েছিলাম, কিন্তু যে আইপিএসের দাম আগে ১৫ হাজার টাকা ছিল, সেটা এখন ১৮ হাজার টাকা। তাই নিইনি। এখন ১৮ হাজার টাকা দিয়েও পাচ্ছি না।’
এদিকে বাজারে যখন ব্যাটারি ও আইপিএসের সংকট, তখন সাধারণ মানুষ পুরোনো আইপিএস ও ব্যাটারি তৈরিতে ভিড় করছেন মেকানিকের দোকানে। সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত পণ্যটি।
বাইপাস এলাকার ইলেকট্রনিকস মেকানিক আব্দুল কাদির বলেন, ‘আমি আইপিএসের কাজ ছেড়ে দিয়েছিলাম। এখন গরম আর লোডশেডিংয়ের কারণে আইপিএস বানানোর জন্য পরিচিতরা ভিড় করছেন।’
বিক্রেতারা বলছেন, একদিকে ব্যাটারির কাঁচামালের সংকট, অন্যদিকে ঈদের ছুটির পর সারা দেশে লোডশেডিংয়ে কমেছে আইপিএস ও ব্যাটারির উৎপাদন। বিপরীতে চাহিদা বেড়েছে কয়েক গুণ। তাই কোম্পানি থেকে পণ্যটির সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে সংকট।
ব্যাটারির ডিলার গৌরী লাল দাস বলেন, ‘কয়েক দিন ধরে লোডশেডিংয়ের কারণে আইপিএসের চাহিদা অনেক বেড়েছে। কয়েক দিনে যত আইপিএস বিক্রি হয়েছে, গত ১০ বছরেও এমন বিক্রি হয়নি। যে কারণে বাজারে আইপিএস ও ব্যাটারির সংকট দেখা দিয়েছে।’
শহরের এক ব্যাটারির ডিলার মো. মুখলিছ মিয়া বলেন, ঈদের ছুটিতে কোম্পানির কর্মচারীরা বাড়িতে চলে গিয়েছিল। এখন ছুটি শেষ হলেও বিদ্যুতের সমস্যার কারণে ঠিকভাবে ব্যাটারি উৎপাদন করা সম্ভব হচ্ছে না, এর মধ্যে চাহিদাও বেড়েছে কয়েক গুণ। তাই কোম্পানি আইপিএস ও ব্যাটারি সাপ্লাই দিতে পারছে না।
তীব্র গরমের সঙ্গে দৈনিক ছয়-সাত ঘণ্টা লোডশেডিং চলছে হবিগঞ্জে। চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে মাত্র এক-তৃতীয়াংশ। এই অবস্থায় যখন সাধারণ মানুষ আইপিএসের দিকে ঝুঁকছে, তখন বাজারে আইপিএস ও ব্যাটারির তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামেও মিলছে না কাঙ্ক্ষিত পণ্যটি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, হবিগঞ্জে ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পিডিবি পাচ্ছে মাত্র ৯ মেগাওয়াট। ফলে ঘোষণা দিয়ে দৈনিক ছয় ঘণ্টা করে লোডশেডিং দিচ্ছে পিডিবি। অন্যদিকে পল্লী বিদ্যুতের অবস্থা আরও নাজুক। চাহিদার তুলনায় মিলছে মাত্র এক-তৃতীয়াংশ, যার সিংহভাগই দিতে হচ্ছে শিল্পকারখানায়।
একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। তাই একটু স্বস্তির আশায় আইপিএসের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ।
বাজার ঘুরে জানা গেছে, লোডশেডিং শুরু হওয়ার পর হবিগঞ্জে আইপিএসের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এতে বাজারে আইপিএস ও ব্যাটারির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটের সুযোগে গত কয়েক দিন চড়া দামে বিক্রি হয়েছে আইপিএস ও ব্যাটারি। তবে শুক্রবার থেকে বাজার ঘুরে চড়া দামেও মিলছে না পণ্যটি। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।
শহরের শ্মশানঘাট এলাকায় আইপিএস কিনতে আসেন উমেদনগরের বাসিন্দা খলিলুর রহমান। তিনি বলেন, ‘হবিগঞ্জ শহর ঘুরে আসছি। কোথাও আইপিএস এবং ব্যাটারি পাচ্ছি না। ঘরে অসুস্থ মা। গরমে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।’
আরেক বাসিন্দা মো. হিফজুর রহমান বলেন, ‘বাজারে কোথাও আইপিএস বা ব্যাটারি পাওয়া যাচ্ছে না। গতকাল একটা দোকানে আইপিএস পেয়েছিলাম, কিন্তু যে আইপিএসের দাম আগে ১৫ হাজার টাকা ছিল, সেটা এখন ১৮ হাজার টাকা। তাই নিইনি। এখন ১৮ হাজার টাকা দিয়েও পাচ্ছি না।’
এদিকে বাজারে যখন ব্যাটারি ও আইপিএসের সংকট, তখন সাধারণ মানুষ পুরোনো আইপিএস ও ব্যাটারি তৈরিতে ভিড় করছেন মেকানিকের দোকানে। সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত পণ্যটি।
বাইপাস এলাকার ইলেকট্রনিকস মেকানিক আব্দুল কাদির বলেন, ‘আমি আইপিএসের কাজ ছেড়ে দিয়েছিলাম। এখন গরম আর লোডশেডিংয়ের কারণে আইপিএস বানানোর জন্য পরিচিতরা ভিড় করছেন।’
বিক্রেতারা বলছেন, একদিকে ব্যাটারির কাঁচামালের সংকট, অন্যদিকে ঈদের ছুটির পর সারা দেশে লোডশেডিংয়ে কমেছে আইপিএস ও ব্যাটারির উৎপাদন। বিপরীতে চাহিদা বেড়েছে কয়েক গুণ। তাই কোম্পানি থেকে পণ্যটির সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে সংকট।
ব্যাটারির ডিলার গৌরী লাল দাস বলেন, ‘কয়েক দিন ধরে লোডশেডিংয়ের কারণে আইপিএসের চাহিদা অনেক বেড়েছে। কয়েক দিনে যত আইপিএস বিক্রি হয়েছে, গত ১০ বছরেও এমন বিক্রি হয়নি। যে কারণে বাজারে আইপিএস ও ব্যাটারির সংকট দেখা দিয়েছে।’
শহরের এক ব্যাটারির ডিলার মো. মুখলিছ মিয়া বলেন, ঈদের ছুটিতে কোম্পানির কর্মচারীরা বাড়িতে চলে গিয়েছিল। এখন ছুটি শেষ হলেও বিদ্যুতের সমস্যার কারণে ঠিকভাবে ব্যাটারি উৎপাদন করা সম্ভব হচ্ছে না, এর মধ্যে চাহিদাও বেড়েছে কয়েক গুণ। তাই কোম্পানি আইপিএস ও ব্যাটারি সাপ্লাই দিতে পারছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে