জয়নাল আবেদীন খান, ঢাকা
উচ্চমূল্যে ডলার বিক্রি ও সরকারকে ঋণ দিয়ে এক বছরে দ্বিগুণ মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের প্রায় দ্বিগুণ। ২০২১-২২ অর্থবছর ৫ হাজার ৮৯৯ কোটি টাকা মুনাফা করেছিল বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন পাওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সরকারকে ঋণ দিয়ে ৭ হাজার কোটি টাকা লাভ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলার বিক্রি করে লাভ হয়েছে ৬ হাজার কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংককে ঋণ দিয়ে আরও ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। সব মিলে গত অর্থবছর ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য থেকে খরচ হয়েছে ৪ হাজার ২৫২ কোটি টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের কোষাগারে ১০ হাজার ৬৫২ কোটি টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। অপর দিকে ২০২২-২৩ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকা রেকর্ড ঋণ নিয়েছে। এর মধ্যে পুরো অংশই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া। ওই অর্থবছর ৯৭ হাজার ৬৪৮ কোটি টাকার ঋণ নেয় সরকার। এই দুই খাত থেকেই বাংলাদেশ ব্যাংক গত বছর বেশি আয় করে।
এদিকে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। গতকালের বোর্ডসভায় এটি গৃহীত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার যে বাধ্যবাধকতা ছিল, তা এক বছরের জন্য স্থগিত করেছে পরিচালনা পর্ষদ। সভায় বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ ও আমদানি মূল্যের সত্যতা যাচাইয়ের জন্য বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে ব্লুমবার্গ টার্মিনাল স্থাপনে বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানির বিষয়টি আরও ক্লোজলি মনিটরিং করার জন্য ব্লুমবার্গের সঙ্গে একটি চুক্তি স্থাপন দরকার, যাতে পণ্যের দর সঠিকভাবে যাচাই-বাছাই করা যায়। পণ্যের দর সাশ্রয়ী করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে।
উচ্চমূল্যে ডলার বিক্রি ও সরকারকে ঋণ দিয়ে এক বছরে দ্বিগুণ মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের প্রায় দ্বিগুণ। ২০২১-২২ অর্থবছর ৫ হাজার ৮৯৯ কোটি টাকা মুনাফা করেছিল বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন পাওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সরকারকে ঋণ দিয়ে ৭ হাজার কোটি টাকা লাভ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলার বিক্রি করে লাভ হয়েছে ৬ হাজার কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংককে ঋণ দিয়ে আরও ২ হাজার কোটি টাকা আয় হয়েছে। সব মিলে গত অর্থবছর ১৫ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য থেকে খরচ হয়েছে ৪ হাজার ২৫২ কোটি টাকা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের কোষাগারে ১০ হাজার ৬৫২ কোটি টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। অপর দিকে ২০২২-২৩ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ২২ হাজার ৯৮০ কোটি টাকা রেকর্ড ঋণ নিয়েছে। এর মধ্যে পুরো অংশই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া। ওই অর্থবছর ৯৭ হাজার ৬৪৮ কোটি টাকার ঋণ নেয় সরকার। এই দুই খাত থেকেই বাংলাদেশ ব্যাংক গত বছর বেশি আয় করে।
এদিকে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। গতকালের বোর্ডসভায় এটি গৃহীত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার যে বাধ্যবাধকতা ছিল, তা এক বছরের জন্য স্থগিত করেছে পরিচালনা পর্ষদ। সভায় বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণ ও আমদানি মূল্যের সত্যতা যাচাইয়ের জন্য বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে ব্লুমবার্গ টার্মিনাল স্থাপনে বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানির বিষয়টি আরও ক্লোজলি মনিটরিং করার জন্য ব্লুমবার্গের সঙ্গে একটি চুক্তি স্থাপন দরকার, যাতে পণ্যের দর সঠিকভাবে যাচাই-বাছাই করা যায়। পণ্যের দর সাশ্রয়ী করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে